ফুলের নাম- Sweet alyssum, sweet alison
বৈজ্ঞানিক নাম- Lobularia maritima(syn. Alyssum maritimum)
পরিবার- Brassicaceae
শীতের বাগানে বিদেশি অতিথি। আমাদের দেশি সরিষা ফুলের আত্মীয় হওয়ায় দুইটি ফুলে অনেক মিল আছে। ফুল খুব ছোট। গাছগুলো ২-১২ইঞ্চি লম্বা ও প্রায় ৮-১২ইঞ্চি জায়গা জুড়ে ছড়িয়ে থাকে, বাঁচে একবছর। ডালপালা বহু শাখা-প্রশাখায় বিভক্ত হয়ে যায় আর গাছ ভরে ফোঁটে থোঁকায় থোঁকায় ফুল। ফুল ছোট, ৫মিমি ব্যাস, ৪টি পাপড়ি, ৪টি বৃতি, সুগন্ধি, বেশ কয়েকটি রঙ ও হাইব্রিড জাত রয়েছে। সাদা, গোলাপী, বেগুনি, লালচে বেগুনি রঙের ফুলগুলির চারা সংগ্রহ করতে পারেন আশেপাশের নার্সারী থেকে। বাগানের বর্ডার কিংবা হ্যাঙ্গিং পটে লাগানো যায়।
ছবি- নেট
Comments
Post a Comment