অলকানন্দা
বৈজ্ঞানিক নাম: Allamanda cathartica
পরিচিতি:
কান্ড গোল, সরু সরু ডাল, চিরসবুজ, তেমন পত্রঘন নয়। পর্বসন্ধিতে ৪টি পাতা, লম্বাটে, ৭-১১*৩-৫ সেমি, পাতার নিচের মধ্যশিরা রোমশ। গ্রীষ্ম ও বর্ষায় অনেকদিন ফুল ফোটে। বড় বড় হলুদ রঙের ফুল, গন্ধহীন, দলনলের ছড়ান, প্রায় ৬ সেমি চওড়া, মুখ গোলাকার, ৫ লতি।
পরিচিতি:
কান্ড গোল, সরু সরু ডাল, চিরসবুজ, তেমন পত্রঘন নয়। পর্বসন্ধিতে ৪টি পাতা, লম্বাটে, ৭-১১*৩-৫ সেমি, পাতার নিচের মধ্যশিরা রোমশ। গ্রীষ্ম ও বর্ষায় অনেকদিন ফুল ফোটে। বড় বড় হলুদ রঙের ফুল, গন্ধহীন, দলনলের ছড়ান, প্রায় ৬ সেমি চওড়া, মুখ গোলাকার, ৫ লতি।
অলকানন্দা
বাংলা নাম : অলকানন্দা, স্বর্ণঘন্টা, ঘন্টালতা
ইংরেজি নাম : Golden Trumpet, Yellow Bell, Common Trumpetvine, Yellow Allamanda
বৈজ্ঞানিক নাম : Allamanda cathartica
ইংরেজি নাম : Golden Trumpet, Yellow Bell, Common Trumpetvine, Yellow Allamanda
বৈজ্ঞানিক নাম : Allamanda cathartica
অলকানন্দা (রবি ঠাকুরের দেয়া নাম) একটি গুল্মজাতীয় গাছ। ব্রাজিল ও মধ্য আমেরিকার প্রজাতি। কান্ড গোল, সরু ডাল, চিরসবুজ, পাতা তেমন ঘন নয়। পর্বসন্ধিতে ৪টি পাতা, লম্বাটে, ৭-১১.৩-৫ সেমি, পাতার নিচের মধ্যশিরা রোমশ, বিন্যাস আবর্ত।
গ্রীষ্ম ও বর্ষায় অনেকদিন ফুল ফোটে। ডালের আগায় বড় বড় হলুদ রঙের ফুলটি দেখতে খুবই সুন্দর, ফুল গন্ধহীন, দলনলের ছড়ান, প্রায় ৬ সেমি চওড়া, মুখ গোলাকার, ৫ লতি। রৌদ্রকরোজ্জ্বল দিনে এটি সবচেয়ে ভালভাবে ফোটে।
জল জমে থাকেনা এমন মাটিতে এটি ভাল জন্মে। এটি অনেকটা লতা জাতীয় গাছ, তাই বেড়া বা লাঠিতে ভর দিয়ে এটি বেড়ে ওঠে। ছেঁটে দিলে এটি গুল্ম হিসেবেও বেড়ে উঠতে পারে। না ছাঁটলে এটি ২০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে।
এর অপর গোলাপী-বেগুনি রঙের ফুলের বুনো অ্যালামান্ডা প্রজাতি ছাড়াও ছোট আকারের ফুলের ভিন্ন প্রজাতিও দেখা যায়।
গ্রীষ্ম ও বর্ষায় অনেকদিন ফুল ফোটে। ডালের আগায় বড় বড় হলুদ রঙের ফুলটি দেখতে খুবই সুন্দর, ফুল গন্ধহীন, দলনলের ছড়ান, প্রায় ৬ সেমি চওড়া, মুখ গোলাকার, ৫ লতি। রৌদ্রকরোজ্জ্বল দিনে এটি সবচেয়ে ভালভাবে ফোটে।
জল জমে থাকেনা এমন মাটিতে এটি ভাল জন্মে। এটি অনেকটা লতা জাতীয় গাছ, তাই বেড়া বা লাঠিতে ভর দিয়ে এটি বেড়ে ওঠে। ছেঁটে দিলে এটি গুল্ম হিসেবেও বেড়ে উঠতে পারে। না ছাঁটলে এটি ২০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে।
এর অপর গোলাপী-বেগুনি রঙের ফুলের বুনো অ্যালামান্ডা প্রজাতি ছাড়াও ছোট আকারের ফুলের ভিন্ন প্রজাতিও দেখা যায়।
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
Kingdom: Plantae
Subkingdom: Viridiplantae
Infrakingdom: Streptophyta
Superdivision: Embryophyta
Division: Tracheophyta
Subdivision: Spermatophytina
Class: Magnoliopsida
Superorder: Asteranae
Order: Gentianales
Family: Apocynaceae
Genus: Allamanda L.
Species : A. cathartica L
#অলকানন্দা #স্বর্ণঘন্টা #ঘন্টালতা #Golden_Trumpet #Yellow_Bell #Common_Trumpetvine #Yellow_Allamanda #Allamanda_cathartica
Kingdom: Plantae
Subkingdom: Viridiplantae
Infrakingdom: Streptophyta
Superdivision: Embryophyta
Division: Tracheophyta
Subdivision: Spermatophytina
Class: Magnoliopsida
Superorder: Asteranae
Order: Gentianales
Family: Apocynaceae
Genus: Allamanda L.
Species : A. cathartica L
#অলকানন্দা #স্বর্ণঘন্টা #ঘন্টালতা #Golden_Trumpet #Yellow_Bell #Common_Trumpetvine #Yellow_Allamanda #Allamanda_cathartica
Comments
Post a Comment