ফুলের বাংলা নাম - জেট্রফা
বৈজ্ঞানিক নাম Jatropha panduraefolia
পরিবার Euphorbiaceae
অন্যান্য নামের মধ্যে Peregrina, Spicy Jatropha উল্লেখযোগ্য।
ওয়েস্ট ইন্ডিজের প্রজাতি। প্রায় ৩ মিটার উঁচু, চিরসবুজ গাছ, ছড়ানো ডালপালা। পাতা একক, বেহালার গড়ন, গোড়া সামান্য তাম্বুলাকার, ১০-১৫*৫-৭ সেমি, নিচ তামাটে। প্রায় সারাবছরই ফুল, ডালের আগায় বা পাতায় কক্ষে শাখায়িত মঞ্জরিতে ছোট ছোট লাল বা গোলাপী ফুলের থোকা। ফুল ২-২.৫ সেমি চওড়া, পাপড়ি , মুক্ত, পুংকেশর হলুদ রঙের। কলমে চাষ।
আরেকটি প্রজাতি J. podagrica- গাছের পাতা বড়, লতিযুক্ত, কান্ডের গোড়া ঘটের মতো, শাখায়িত চওড়া মঞ্জরিতে কমলা রঙের ছোট ছোট ফুল।
তথ্যসূত্র- ফুলগুলি যেন কথা ~দ্বিজেন শর্মা
ছবি- নেট
Comments
Post a Comment