শিবপুরের বোটানিক্যাল গার্ডেনে এই সুন্দর ফলটির কি এক অদ্ভুত নাম, "এক নিঃশ্বাসের প্রেম" (Love-in-a-puff) (বা Heartseed বা Heartpea. হিন্দিতে বলে কানফাটা।)
খানিকটা টমেটো গাছের পাতার মতো পাতাওলা এই লতানে গাছটির নাম লতাফাটকারী বা Balloon Vine. সংস্কৃত নাম ইন্দ্রবল্লী বা জ্যোতিষ্মতী। ঘাসের মাঝে আগাছার মতো বেড়ে চলে, কোনো অবলম্বন পেলে বেয়ে উঠে পড়ে।
এর বৈজ্ঞানিক নামটি ভয়ঙ্কর, কার্ডিওস্পারমাম হ্যালিকাকাবাম (Cardiospermum halicacabum).
আর জেনে কাজ নেই। বরং ফলটি দেখি আমরা।
গ্রীষ্মের শুরুতে ছোট ছোট সাদা ফুল ফোটে। ফুল ঝরে গিয়ে তিন প্রকোষ্ঠের অজস্র ফল ধরে। প্রতি প্রকোষ্ঠে দুটি করে সবুজ বীজ হয়। বীজ পেকে কালো হয়ে ঝরে পড়ে নতুন গাছ জন্মায়।
ফলগুলি দেখতে ভারী সুন্দর। পাতার কক্ষে এক বৃন্তে দুটি করে ফল ধরে। কচি ফলের গাল গুলি সাহেবদের মতো লাল।
আশ্চর্য।
Comments
Post a Comment