উত্তর আমেরিকায় মাতৃভূমি এই অপূর্ব সুন্দর ফুলটির বাংলা নাম হওয়া উচিত Welcome Spring বা স্বাগত বসন্ত, কারণ শীতের কুণ্ঠা, জড়তা কাটিয়ে এ-ই নাকি প্রথম ঘুম ভেঙে বসন্তকে বরণ করে নেয়। এর রঙে তাই এত জেল্লা, এত জমক।
রবি ঠাকুরের ভাষায় বলতে ইচ্ছে করে, "মধুর তোমার শেষ যে না পাই।" এতই সুন্দর, এতই রূপবতী এই ফুল।
গাছ ভরে ফুল ফোটে যখন, তখন খেয়াল করলে দেখা যায় একেকটি ফুল এক এক অবস্থায় আছে। কেউ সদ্য কুঁড়ির বাঁধন মুক্ত হয়ে চোখ মেলছে, কেউ মুক্ত হয়েছে তবু আলস্যভরে তখনও চোখটি মেলতে কুন্ঠিত, আবার কেউ পাপড়ি উন্মোচিত করেছে বটে, গর্ভচক্রের বিকাশ ঘটায় নি তখনও। আর যারা পূর্ণ প্রস্ফুটিত হয়েছে, তারা হওয়ার দোলায় দুলছে, মৌমাছির জন্য পেতে দিয়েছে তার বুক, নন্দিত পদসঞ্চারে সে আহরণ করে নিচ্ছে সৃষ্টির যত রহস্য।
আমি শুধু দেখে যাই।
Comments
Post a Comment