এই ফুলটির নাম নীল চিত্রক (Plumbago auriculata).
নীল চিত্রকের জমক নেই, স্নিগ্ধ সৌন্দর্য আছে; মনে ঢেউ তোলা দীপ্তি নেই, মনকে শান্ত করার উদ্ভাস আছে।
ফুলের নাম- নীল চিতা
বৈজ্ঞানিক নাম- Plumbago auriculata (syn. Plumbago capensis)
পরিবার- Plumbaginaceae
অন্যান্য নাম- Blue plumbago, Cape plumbago, Cape leadwort উল্লেখযোগ্য।
দক্ষিণ আফ্রিকার বংশোদ্ভুত এই গাছ সুন্দর নীল ফুলের জন্য লাগানো হয়ে থাকে। গাছটি ঝোপের সৃষ্টি করে এবং ১.৮ মিটার পর্যন্ত উচু হতে পারে। ফুল হালকা ও গাঢ় নীল হয়ে থাকে। সাদা রঙের চিতা ফুল ঔষধি গুন সম্পন্ন, তবে সব ধরণের চিতা গাছই বিষাক্ত।
ছবি- নেট
Comments
Post a Comment