স্টুরট’স ডেজার্ট পি (Sturt's Desert Pea)
বৈজ্ঞানিক নাম- Swainsona formosa (Syn. Clianthus formosus)
পরিচিতি:
গাছের কাণ্ড সাধারণত ভূ-শায়িত, ২ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। গাছের পাতা ধূসর-সবুজ, রোমশ। ফুল প্রায় ৯ সেমি পর্যন্ত লম্বা হয়, থোকা করে ফোটে। লাল-কমলা রঙের ফুলগুলো ভারি সুন্দর। ফল শীমের মতো প্রায় ৫ সেমি লম্বা।
বৈজ্ঞানিক নাম- Swainsona formosa (Syn. Clianthus formosus)
পরিচিতি:
গাছের কাণ্ড সাধারণত ভূ-শায়িত, ২ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। গাছের পাতা ধূসর-সবুজ, রোমশ। ফুল প্রায় ৯ সেমি পর্যন্ত লম্বা হয়, থোকা করে ফোটে। লাল-কমলা রঙের ফুলগুলো ভারি সুন্দর। ফল শীমের মতো প্রায় ৫ সেমি লম্বা।
এর নিজ জন্মস্থান অস্ট্রেলিয়ায় বুনোফুল হিসেবে সুপরিচিত, আর আমাদের দেশি বাগানে নতুন বিদেশি ফুল হিসেবে।
Comments
Post a Comment