
Otoshi, অতসী, Rattlebox, rattlepod (Crotalaria spectabilis)
ছোট ঝুনঝুনি
বৈজ্ঞানিক নাম: Crotalaria saltiana
পরিচিতি:
অবহেলিত বুনোফুল। ছোট ঝুনঝুনি ছোটখাটো গুল্ম। আমাদের বনবাদাড়ে সহজলভ্য। দীর্ঘ মঞ্জরিদণ্ডের দুই পাশজুড়েই অসংখ্য ফুল। ক্লান্তিহীন প্রস্ফুটন-প্রাচুর্য সহজেই নজরকাড়ে। পাপড়ির ভেতরের রং হলুদ। বাইরের দিকটা মেরুন রঙের এবং গভীর শিরাযুক্ত। শীত মৌসুমে কিছুটা নিষ্প্রাণ থাকলেও সারা বছর বেশ সরব। ফল সরু, ভেতরের বীজগুলো শুকিয়ে যাওয়ার পর একটু নাড়াতেই ঝনঝন শব্দে বেজে ওঠে। সম্ভবত এ কারণেই এমন নামকরণ।
এখন অতসী ফুলের সময় নয়। তবু একটি দুটি গাছে রয়ে গেছে দুচারটি ফুল। সে ফুল তার সোনার বরণ হারিয়ে কেমন লালচে দেখায় এখন।
এখন আছে গাছভরা ঝুনঝুনি ফল। ফলের খোসা শক্ত, তাই ভিতরে ঝরে পড়া বীজগুলি ঝুন ঝুন শব্দ তোলে। সেই শব্দ শোনার নেশা আছে। আমি হাঁটতে গিয়ে একটি করে শুকনো ফল তুলে নিই, সারা পথ বাজনা শুনি, তারপর বাগানেই দূরে কোথাও ছড়িয়ে দিই। আমার হাত ধরে বাগান জুড়ে ছড়িয়ে অতসীরা।
ঝুনঝুনি
বাংলা নাম : ঝুনঝুনি, বন অতসী।
ইংরেজি নাম : Large Yellow Rattlebox, Rattlebox, Yellow Lupin, Big Yellow Pupbush, Cascabelillo, Wedge-Leaf Rattlepod, Wedge-leaf, Common Rattle Pod, Rattleweed, Devil Bean
বৈজ্ঞানিক নাম : crotalaria retusa
ইংরেজি নাম : Large Yellow Rattlebox, Rattlebox, Yellow Lupin, Big Yellow Pupbush, Cascabelillo, Wedge-Leaf Rattlepod, Wedge-leaf, Common Rattle Pod, Rattleweed, Devil Bean
বৈজ্ঞানিক নাম : crotalaria retusa
সুন্দর উজ্জল হলুদ রঙের ঝুনঝুনি ফুল দেখতে অনেকটা অপরাজিতা বা বক ফুলের মত, তবে গন্ধটা খুব একটা সুবিধার না। ছোট বেলায় এই জংলি ফুলটা যতটা না আমাদের পছন্দের ছিল, তার থেকে বেশি পছন্দের ছিল এর পাকা ফল, তবে খাওয়ার জন্য নয়। এর একটা ছড়ায় অনেকগুলো করে ফল থাকে। ফল পাকলে শক্ত খোসার মধ্যে থাকা ভেতরের বীজগুলো ঝাকি দিলেই ঝুনঝুন করে শব্দ হয়। এই জন্য এর নাম ঝুনঝুনি ফুল। এই গাছ এর আদি নিবাস আফ্রিকা। তবে বর্তমানে আফ্রিকা ছাড়াও গ্রীষ্মমন্ডলীয় এশিয়া ও অস্ট্রেলিয়াও এর স্বাভাবিক আবাসস্থল।
ঝুনঝুনি বর্ষজীবী গুল্ম জাতীয় ওষধি গাছ। কান্ড সাধারনত ১ – ১.৫ মিটার উঁচু সোজা, সবুজ, অমসৃণ এবং অল্প রোম যুক্ত। ৩-৯ সেমি লম্বা ও ১-৪ সেমি চওড়া পাতাগুলি সবুজ, অখন্ড এবং বিডিম্বাকার।পাতার উপরিতল মসৃণ এবং নিম্নতল অমসৃণ, রোমশ।
প্রজাপতির মত ঝুনঝুনির ফুলগুলো ১.৫-২.৫ সেমি লম্বা। পুষ্পদন্ডে এক সাথে অনেক হলুদ ফুল ফোটে। হলুদ রঙের তার উপর সুন্দর লাল শিরার নকশা। পাঁপড়ির সংখ্যা ৫। ধ্বজা, পক্ষ ও তরীদল নিয়ে গঠিত।
ফল ৩-৪ সেমি লম্বা আয়তকার এবং মসৃণ। শুঁটির মত ফলগুলো কচি অবস্থায় সবুজ এবং যত পরিনতির দিকে যেতে থাকে তখন রঙ ক্রমশ বাদামী থেকে কালোতে রূপান্তরিত হয়। একেকটি শুটির ভেতর ১৫-২০টি করে বাদামী কালো বীজ থাকে। ফল শুকিয়ে গেলে শুঁটির ভেতর বীজগূলো খসে পড়ে ফলে নাড়লেই ঝনঝন করে শব্দ হয়।
এই গাছ বেশ ভেষজ গুন সমৃদ্ধ। গাছ ল্যাপ্রোসি ইত্যাদি চর্মরোগে, মূল রক্ত জমাট বাঁধাতে ব্যাবহার হয়। পাতা জ্বর নিরাময়ে, ফুসফুসের অসুখে কাজ দেয়। ফুল ঠান্ডা লাগায় এবং বীজ পোকার কামড়ের ব্যথা কমাতে ব্যবহার হয়!
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
Kingdom: Plantae
Phylum: Spermatophyta
Subphylum: Angiospermae
Class: Dicotyledonae
Order: Fabales
Family: Fabaceae
Subfamily: Faboideae
Genus: Crotalaria
Species: Crotalaria retusa
Phylum: Spermatophyta
Subphylum: Angiospermae
Class: Dicotyledonae
Order: Fabales
Family: Fabaceae
Subfamily: Faboideae
Genus: Crotalaria
Species: Crotalaria retusa
Comments
Post a Comment