'অন্যান্য সাকুলেন্ট' পর্যায়ের উদ্ভিদের মধ্যে Leaf Succulent গুরুত্বপূর্ণ। Aloe, Agave, Gasteria, Haworthia সবাই Leaf Succulent। এদের মধ্যেও কত ঘটনা। প্রকৃতির কত খেয়াল, বেঁচে থাকার জন্য কত লড়াই, কত পরিস্থিতি মানিয়ে নেওয়া।
মানুষের চামড়ায় যেমন মেলানিন পিগমেন্টেশন অভাবে শ্বেতি হয়, তেমনি গাছেরও ক্লোরোফিলের অভাবে সবুজের বদলে স্থানটি সাদাটে এতবার হলদেটে হয়, সেটাকে ভেরিয়েগেটেড নামে ডাকা হয়। এক্ষেত্রে তাই ছবির গাছটি ভেরিয়েগেটেড। দেখে মনে হয় স্ফীত পাতার ডগাটি যেন কেউ ধারালো ছুরি দিয়ে কেটে দিয়েছে, অর্থাত truncated, গাছটির পুরো নাম Haworthia truncata variegata।
এই গাছটি প্রকৃতিতে যে অঞ্চলে হয় (কেপ প্রভিন্স, দক্ষিন আফ্রিকা) সেখান প্রচুর শুকনো পাতা পড়ে এবং গাছটির বেশীরভাগ অংশ তাতে ঢাকা পড়ে যায়। সূর্যের আলো না পেলে পাতা সালোকসংশ্লেশন করবে কি করে? তাই পাতার ডগাটি সমতল এবং স্বচ্ছ যাতে আলোকরশ্মি সেই জানালার মধ্য দিয়ে পাতার মর্মে পলিতে পারে। প্রকৃতির খেয়াল কত বিচিত্র।
Haworthia truncata variegata, হর্টিকালচারের ফুলের মেলা।
Comments
Post a Comment