
Joba, জবা, Hibiscus (Hibiscus schizopetalus)
জবা
বৈজ্ঞানিক নাম: Hibiscus rosa-sinensis (লাতিন শব্দ 'রোসা সিনেন্সিস'-এর অর্থ 'চীন দেশের গোলাপ', যদিও জবার সঙ্গে গোলাপের সম্পর্ক নেই।)
পরিচিতি:
জবা একটি চিরসবুজ গুল্ম। এর পাতাগুলি চকচকে ও ফুলগুলি প্রধানত লাল রঙের হয়ে থাকে । তবে বর্তমানে অনেক সংকর বের করার কারণে সাদা, গোলাপী, বেগুনী ও কমলা রঙের জবাও পাওয়া যায় । জবা ফুল ঠোঙ্গা আকৃতি, পঞ্চমূখী থোকা আকৃতির হয়ে থাকে । জবা ফুলে নানা ঔষধি গুনাগুণ রয়েছে। বমনের প্রয়োজনে, অনিয়মিত মাসিকের স্রাব, মাসিক ঋতুর অতিস্রাবে, চোখ উঠা, মাথায় টাক পোকা, হাতের তালুতে চামড়া উঠা ইত্যাদি রোগে ঔষধি গুনাগুণ রয়েছে।
Comments
Post a Comment