আজ-কাল-পরশু, যার ইংলিশ নাম Yesterday-Today and Tomorrow আদতে একটি ফুলগাছ। বাগানে লাগাবার একটি উপযোগী গুল্ম। চকচকে সবুজ পাতা, ঝাঁকড়া ঝোপ, হালকা মিষ্টি গন্ধে মাতোয়ারা।
গাছটি Solanaceae পরিবারের, মে পরিবারে আছে আমাদের টমেটো, আলু ইত্যাদি। তবে Brunfelsia গণের কিছু গাছ কিছুটা বিষাক্ত। গণের নামকরন জর্মান যাযক Otto Brunfels এর নামানুসারে।
ফুল থোকায় ফোটে, প্রথম অবস্থায় গাঢ় বেগুনী রঙ্গের, মাঝখানে গলার কাছে সাদা আংটি। রংটি সময়ের সাথেই সাথে হালকা বেগুনী হতে থাকে, এবং শেষ অবস্থায় সাদা রং ধারন করে। এই কারনেই ঐ নামকরণ, আজ এক রং, কাল আরেক এবং পরশু অন্য এক। দেখতে মজা লাগে, একই গাছে তিন রঙের ফুল ফুটে থাকায়।
Comments
Post a Comment