

Hasnahana, হাস্নুহানা, Night Blooming Jasmine (Cestrum nocturnum)
হাসনাহেনা
বৈজ্ঞানিক নাম: Cestrum nocturnum
পরিচিতি:
হাসনাহেনা সাদামাটা ফুল, তবে এমনই গন্ধের জোয়ার যেখানেই ফুটুক, জানান সে দেবেই। লতানো ধরণের ঝোপাল গাছ। ডালের গায়ে অজস্র সাদা সাদা তিল থাকে, এদের নাম ল্যান্টিসেল। পাতা লম্বাটে, ১৪.৪*৩-৪ সেমি, মসৃণ। বছরে কয়েকবার ফুল ফোটে, তবে গ্রীষ্ম ও বর্ষায় বেশি ফোটে। পাতার গোড়া বা ডালের আগায় ফুলের ছোট ছোট থোকা সন্ধ্যায় ফোটে এবং সুগন্ধ ছড়ায়। সাদাটে ফুল নলাকার, ২ সেমি লম্বা, ৫টি পাপড়ি। ফল গোল, সাদা। কলমে চাষ।
|| হাস্নুহানা ||
অন্যান্য নাম : হাস্নাহেনা, হাস্নুহানা, রাতের রাণী।
ইংরেজি নাম : Queen of the night, Night blooming Jasmine, Night Blooming Cestrum, Lady of the Night,
বৈজ্ঞানিক নাম : Cestrum nocturnum
ইংরেজি নাম : Queen of the night, Night blooming Jasmine, Night Blooming Cestrum, Lady of the Night,
বৈজ্ঞানিক নাম : Cestrum nocturnum
আকাশে ঘন কালো মেঘের অপূর্ব ঘনঘটা। বাইরে বৃষ্টির রিমঝিম ছন্দের শব্দ। প্রকৃতির শরীরে সবুজের বর্ণিল সাজ। বাতাস জুড়ে নানান বর্ষা ফুলের গন্ধবাহার। ফুলের মৌ মৌ গন্ধে যেন নেশা ধরে যায় সারা দেহ-মনে। এমন বর্ষার অনন্য প্রকাশ, এই ভালো লাগা, এই আনন্দ আবেগী হৃদয়ে তোলে তোলপাড়। যা শুধু উপলব্ধি করতে হয়। এমন বর্ষার নানান বাহারি ফুলের পাশে হাস্নুহানা হয়ত তেমন রূপবতী নয়। সাদামাটা ফুল, তবু কিছুতেই এড়ানো যাবে না এমনই গন্ধের জোয়ার। যেখানেই ফুটুক, জানান সে দেবেই, এমনই সে গন্ধের তীব্রতা। ফুলের বাহার নয়, সৌরভের মাধুর্যেই হাস্নুহানা আলাদা জায়গা করে নিয়েছে পুষ্পপ্রেমীদের হৃদয়ে। অনেক ফুলের মতই এটিও আমাদের দেশীয় গাছ নয়, অথচ আমাদের দেশের জলহাওয়ায় মানিয়ে নিয়েছে এমন ভাবে যে মনেই হয় না গাছটি আদতে ভিনদেশি। এর আদি নিবাস সুদূর ওয়েস্ট ইন্ডিজ ও ক্রান্তীয় আমেরিকা। হাস্নাহেনা চিরহরিৎ, লতানো ধরণের কাষ্ঠল গুল্ম। প্রধান কাণ্ডের গোড়ার চারদিক থেকে কয়েক বছরের মধ্যে অসংখ্য ডালপালা বের হয়ে ঝোপের সৃষ্টি করে। গাছটি ১.৫ – ৪ মি পর্যন্ত লম্বা হতে পারে। কচি শাখা সামান্য রোমশ।
হাস্নুহানা বছরের বেশিরভাগ সময় গাঢ় সবুজ ঘন পাতায় ঢাকা থাকে। পাতা সরল, লম্বাটে, ডিম্বাকার বা বল্লমাকার, মসৃণ ও চকচকে। মসৃণ পত্রকিনারা বিশিষ্ট পাতাগুলি ৬ থেকে ২০ সেন্টিমিটার দীর্ঘ এবং ২ থেকে ৭ সেন্টিমিটার চওড়া। পাতা ঘষলে কটূ গন্ধ পাওয়া যায়।
সারা বছর ধরে ফুল কমবেশি ফুটলেও হাস্নুহানা ফোটার আসল সময় হল গ্রীষ্ম ও বর্ষা। এ সময় দফায় দফায় বেশ কয়েকবার প্রচুর ফুল ফোটে। ফুল সরু, নলাকার, সরল, মসৃণ এবং একটু লম্বাকৃতির, দলমণ্ডল পাঁচ লোবযুক্ত। পাপড়ি সবুজাভ-সাদা হয় এবং পুষ্পবিন্যাস নিয়ত। ফুল ২-২.৫ সেমি লম্বা এবং ১০-১৩ মিমি ব্যাসযুক্ত। ফুলে থাকে ৫টি পুংকেশর। পাতার গোড়া বা ডালের আগায় থোকায় থোকায় ছোট অসংখ্য ফুল সন্ধ্যায় ফোটে ও সুগন্ধ ছড়ায়। ফুটন্ত ফুল ক্ষণস্থায়ী। রাতের বেলা ফুল থেকে তীব্র, মিষ্টি সুবাস বের হয়ে চারদিক আমোদিত করে তোলে। ফুলের আকৃতি দেখলে মনে হয় না যে এ ফুল এত সুমধুর ঘ্রাণ ছড়াতে পারে। পৃথিবীর অন্যতম তীব্র গন্ধযুক্ত ফুল হিসেবে একে গণ্য করা হয়ে থাকে। এর সুবাস রাত্রে প্রায় ১৬৫ দূর পর্যন্ত ছড়াতে পারে। তবে সুন্দর তীব্র গন্ধের এক ক্ষতিকর দিক ও রয়েছে। সোলানেসী পরিবারের এই উদ্ভিদে সোলানিন নামক একটি এলকালয়েডের উপস্থিতির কারণে এর গন্ধ থেকে কারো কারো শ্বাসযন্ত্রের সমস্যা বা হাঁপানি, গলা ও মাথা ব্যথা, বমি ও জ্বর ভাব হতে পারে। হাস্নুহানার অন্য একটি প্রজাতি হল Cestrum diurnum, এটির দেখাও এ দেশে মেলে। বুনো প্রজাতি, গাছ খাড়া, তেমন ঝোপাল বা লতান নয়। ফুলের গন্ধও কম এবং দিনের বেলা ফোটে।
হাস্নুহানা ফুল থেকে ছোট ছোট চকচকে গোলাকার বেরির মত ফল হয়। ফলগুলি কচি অবস্থায় সবুজ থাকলেও পাকলে সাদা রঙের হয়। ফল ৮-১০ মিমি লম্বা এবং ৪-৫ মিমি ব্যাসযুক্ত। প্রতি ফলে থাকে ১-৩ টি বাদামি রঙের বীজ। বীজগুলি লম্বায় ৩-৫ মিমি এবং চওড়ায় ১.৫-২.৫ মিমি। বীজ ও কলম দুভাবেই এর নতুন চারা তৈরী করা যায়।
হাস্নুহানা ব্যাপকভাবে ব্যবহৃত হয় সুগন্ধী তৈরীর জন্য। তবে ভেষজ হিসাবে নানান রোগের চিকিৎসাতেও এর ব্যবহার রয়েছে। এর পাতার রস মৃগীরোগ, স্নায়বিক দুর্বলতা, খিঁচুনী রোগে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া এর গন্ধে মশা বিতাড়ন ক্ষমতা রয়েছে।
|| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস ||
Kingdom : Plantae
Subkingdom : Viridiplantae
Infrakingdom : Streptophyta
Superdivision : Embryophyta
Division : Tracheophyta
Subdivision : Spermatophytina
Class : Magnoliopsida
Superorder : Asteranae
Order : Solanales
Family : Solanaceae
Genus : Cestrum
Species : Cestrum nocturnum
Subkingdom : Viridiplantae
Infrakingdom : Streptophyta
Superdivision : Embryophyta
Division : Tracheophyta
Subdivision : Spermatophytina
Class : Magnoliopsida
Superorder : Asteranae
Order : Solanales
Family : Solanaceae
Genus : Cestrum
Species : Cestrum nocturnum
Comments
Post a Comment