
Golap, গোলাপ, Rose (Rosaceae Rosa)
গোলাপ
বৈজ্ঞানিক নাম: 𝑹𝒐𝒔𝒂 species
পরিচিতি:
Rosaceae গোত্রের অন্তর্ভুক্ত Rosa গণের দ্বিবীজপত্রী গুল্মজাতীয় উদ্ভিদ। সারা পৃথিবীতে গোলাপের প্রজাতি সংখ্যা ১৫০ এর বেশি, এছাড়া হাজারো ধরণের হাইব্রিড প্রজাতি রয়েছে। এই সকল প্রজাতির গোলাপ কোন চূড়ান্তভাবে একক কোন পদ্ধতিতে শ্রেণীবিন্যাস্ত করা সম্ভব নয় তবে অধিকাংশ বিশেষজ্ঞ গোলাপকে প্রধানত তিনভাগে ভাগ করেছেন।
১. বুনো প্রজাতি (Wild Roses)
২. পুরতন দিনের বাগানের গোলাপ (Old Garden Roses) এবং
৩. আধুনিক বাগানের গোলাপ (Modern Garden Roses)
বৈজ্ঞানিক নাম: 𝑹𝒐𝒔𝒂 species
পরিচিতি:
Rosaceae গোত্রের অন্তর্ভুক্ত Rosa গণের দ্বিবীজপত্রী গুল্মজাতীয় উদ্ভিদ। সারা পৃথিবীতে গোলাপের প্রজাতি সংখ্যা ১৫০ এর বেশি, এছাড়া হাজারো ধরণের হাইব্রিড প্রজাতি রয়েছে। এই সকল প্রজাতির গোলাপ কোন চূড়ান্তভাবে একক কোন পদ্ধতিতে শ্রেণীবিন্যাস্ত করা সম্ভব নয় তবে অধিকাংশ বিশেষজ্ঞ গোলাপকে প্রধানত তিনভাগে ভাগ করেছেন।
১. বুনো প্রজাতি (Wild Roses)
২. পুরতন দিনের বাগানের গোলাপ (Old Garden Roses) এবং
৩. আধুনিক বাগানের গোলাপ (Modern Garden Roses)
বলা বাহুল্য শেষোক্ত দুই শ্রেণীর গোলাপেরই হাজারো ধরণের হাইব্রিড প্রজাতি আবিষ্কৃত হয়েছে।
Comments
Post a Comment