
Furush (white), ফুরুশ (সাদা), White Crape Myrtle (Lagerstroemia indica)
ফুরুস
বাংলা নাম : ফুরুস, সাওনি
ইংরেজি নাম : Crape myrtle, Pride of India,
বৈজ্ঞানিক নাম : Lagerstroemia indica
ইংরেজি নাম : Crape myrtle, Pride of India,
বৈজ্ঞানিক নাম : Lagerstroemia indica
সৌন্দর্যের দিক দিয়ে অনন্য এই ফুলটির পোশাকি নাম ক্রেপ বা ফুরুস। কিন্তু আমাদের দেশে অনেকসময় ভুল করে এদের চেরি ফুল নামে ডাকা হয়। চীনের প্রজাতি। প্রায় ৪ মি পর্যন্ত উচু হতে পারে। শক্ত, ডালপালাভরা, ঝোপালো পত্রমোচী গাছ। কান্ড বাদামী, মসৃণ। প্রাক গ্রীষ্মে বাকল ত্যাগ করে। তখন বাকল ক্রমে ঘিয়ে থেকে বাদামী হয়ে অনেক সময় কমলা রঙ ধারন করে। পাতার রঙ ওপরে্র পিঠে গাঢ় সবুজ নিচে হালকা। পাতার বিন্যাস একান্তর বা ঘূর্ণিত(৩ টি পাতা), ডিম্বাকার, ৩.৫-৬ সেমি লম্বা মসৃণ।
বর্ষায় ডালের আগায় ছোট ছোট ফুলের বড় বড় থোকা হয়। একেকটি ১৫ থেকে ২০ সেন্টিমিটার লম্বা ও শাখায়িত। এই ফুলের অনেক রঙ সাদা, গোলাপি, লাল, বেগুনি। ফুল তিন সেন্টিমিটার চওড়া এবং কোঁকড়ানো পাপড়ির সংখ্যা ছয়টি, কোঁকড়ানো।এই ফুল গন্ধহীন। কলম ও শিকড় থেকে গজানো চারার মাধ্যমে বংশবিস্তার। বসন্তে ছেঁটে দিলে নতুন ডালে প্রচুর ফুল ফোটে।
বাকল উদ্দীপক, রক্তস্রাবরোধী ও জ্বরের ঔষধ হিসাবে ব্যবহৃত হয়। বাকল, ফুল ও পাতাকে রেচক হিসেবে বিবেচনা করা হয়। ফুলের কাত্থ কাটা এবং ক্ষততে বাইরে প্রয়োগ করা হয় ও ঠান্ডার চিকিতসায় ব্যবহার করা হয়। কষাটে মূল ডিটক্সিক্যান্ট ও মূত্রবর্ধক।
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
Kingdom Plantae
Subkingdom Viridiplantae
Infrakingdom Streptophyta
Superdivision Embryophyta
Division Tracheophyta
Subdivision Spermatophytina
Class Magnoliopsida
Superorder Rosanae
Order Myrtales
Family Lythraceae
Genus Lagerstroemia
Species Lagerstroemia indica
Kingdom Plantae
Subkingdom Viridiplantae
Infrakingdom Streptophyta
Superdivision Embryophyta
Division Tracheophyta
Subdivision Spermatophytina
Class Magnoliopsida
Superorder Rosanae
Order Myrtales
Family Lythraceae
Genus Lagerstroemia
Species Lagerstroemia indica
Comments
Post a Comment