/hedychium_coronarium3.jpg)
Dolon champa, দোলন চাঁপা, White ginger lily (Hedychium coronarium)
দোলনচাঁপা
বৈজ্ঞানিক নাম: Hedychium coronarium
পরিচিতি:
দোলনচাঁপা বহুবর্ষজীবী কন্দজাতীয় উদ্ভিদ। এটি ৩০ থেকে ৪০ সেন্টিমিটার পর্যন্ত উঁচু হয়। এর পাতা বল্লমাকৃতির এবং অগ্রভাগ সূঁচালো। পাতার আকার ২০-৬১ সেমি লম্বা এবং ৫-১৩ সেমি চওড়া। গ্রীষ্ম থেকে শরৎকাল পর্যন্ত এতে গুচ্ছফুল আসে, ফুল ফোটে সন্ধ্যায়। ফুলে হালকা মিষ্টি সুবাস আছে। ফুলের গুচ্ছ ১৫-৩০ সেমি লম্বা হয়। চার পাপড়ি বিশিষ্ট প্রতিটি সাদা ফুল দেখতে অনেকটা প্রজাপতির মতো; তাই একে ইংরেজিতে বাটারফ্লাই জিঙ্গার লিলী (butterfly ginger lily) বলা হয়। ফুল ঝরে গিয়ে বীজাধার উন্মুক্ত হয়; যাতে উজ্জ্বল লাল রঙের অনেকগুলো বীজ হয়। সমতল ও পাহাড় দুই জায়গাতেই ভালো হয় দোলনচাঁপা। এর আদি বাড়ি উত্তর ভারত।
দোলনচাঁপা
বাংলা নাম : দোলনচাঁপা
ইংরেজি নাম : Butterfly Ginger Lily, White Ginger Lily, Garland Flower
বৈজ্ঞানিক নাম : Hedychium coronarium
ইংরেজি নাম : Butterfly Ginger Lily, White Ginger Lily, Garland Flower
বৈজ্ঞানিক নাম : Hedychium coronarium
বাংলার অতি পরিচিত একটি ফুল হলো দোলনচাঁপা। বর্ষাকালীন ফুলগুলোর মধ্যে দোলনচাঁপা এটি অন্যতম। দোলনচাঁপার আয়ু খুব কম সময়ের জন্য হলেও এর মনোলোভা সুগন্ধের কারণে অনেকেরই খুব পছন্দের। দোলনচাঁপার মোট প্রজাতির সংখ্যা প্রায় ৪০টি! সাদা ছাড়াও কোনো কোনোটির রং হলদেটে বা লালচে হয়। আবার কোনো কোনো ফুলে থাকে গাঢ় হলুদ বা কমলা রঙের ছিটে।
দোলনচাঁপার আদি নিবাস দক্ষিণ-পূর্ব এশিয়া। আরো নিপুণভাবে বলতে গেলে বলা যায়, নেপাল ও ভারতের হিমালয় অঞ্চল। উত্তর ভারতের আদিবাসী নারীরা দোলনচাঁপায় খোঁপা এবং ঘর সাজাতে খুবই ভালোবাসেন। ব্রাজিলে ক্রীতদাস যুগে এর পাতাকে তোষকের মত ব্যাবহার করা হত। বর্তমানে ব্রাজিলে এর ব্যাপকতা একে রাক্ষুসে আগাছারূপে পরিচিত করেছে। হাওয়াই অঞ্চলেও একে আগাছা গণ্য করা হয়। এটি কিউবার জাতীয় ফুল। স্প্যানিশ উপনিবেশ আমলে নারীরা এই ফুলের মধ্যে গোপন বার্তা লুকিয়ে আদান প্রদান করতেন।
দোলনচাঁপা বহুবর্ষজীবী কন্দজাতীয় উদ্ভিদ। দোলন চাঁপা গাছ আদা বা হলুদ গাছের মতো রাইজোম বা কন্দ থেকে গজায়। এর নাম Ginger Lily হওয়ার কারণও এটাই! আদার মতো এটি ১ থেকে ২ মিটার লম্বা হয়ে থাকে। পাতাগুলো লম্বা বল্লমাকৃতির এবং অগ্রভাগ সূঁচালো এবং গাঢ় সবুজ রঙের। পাতার আকার ২০-৬১ সেমি লম্বা এবং ৫-১৩ সেমি চওড়া। গুচ্ছধরা গাঢ় সবুজ পাতার মাঝে তুষারশুভ্র দোলনচাঁপাকে গর্বিত রানির মতোই দেখায়!
বর্ষাকালের বিকেলে এবং সন্ধ্যার দিকে দোলনচাঁপা ফোটে। বর্ষা ঋতুর ফুল হলেও শরত্ ঋতুতেও এর দেখা মেলে। গ্রীষ্ম থেকে শরতকাল পর্যন্ত এতে গুচ্ছফুল আসে। ফুলে হালকা মিষ্টি সুবাস আছে। ফুলের গুচ্ছ ১৫-৩০ সেমি লম্বা হয়। চার পাপড়ি বিশিষ্ট প্রতিটি সাদা ফুল দেখতে অনেকটা প্রজাপতির মতো; তাই একে ইংরেজিতে Butterfly Ginger Lily বলা হয়। ফুল ঝরে গিয়ে বীজাধার উন্মুক্ত হয়; যাতে উজ্জ্বল লাল রঙের অনেকগুলো বীজ হয়। ফুল ফোটানো শেষ হলে গাছটি মারা যেতে থাকে। শীতকালে গাছ পুরোপুরি শুকিয়ে যায় এবং কান্ডটি মারা যায়। এই কান্ড থেকে গজায় নতুন নতুন গাছ।
এটি আদিতে ভারতবর্ষের ফুল হলেও দুনিয়ার বহু জায়গায় বিস্তার লাভ করেছে। যেমন- ফ্লোরিডা, ক্যারিবিয়ান অঞ্চল, গালফ কোস্টসহ দুনিয়ার সমগ্র ক্রান্তীয় উপক্রান্তীয় অঞ্চল। এটি ইউরোপ ও উত্তর আমেরিকার অল্প ঠান্ডা অঞ্চলেও জন্মে; তবে শীতকালে মরে যায় এবং গ্রীষ্মে আবার গজিয়ে ওঠে।
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
Kingdom: Plantae
Phylum: Spermatophyta
Subphylum: Angiospermae
Class: Monocotyledonae
Order: Zingiberales
Family: Zingiberaceae
Genus: Hedychium
Species: H. coronarium
Phylum: Spermatophyta
Subphylum: Angiospermae
Class: Monocotyledonae
Order: Zingiberales
Family: Zingiberaceae
Genus: Hedychium
Species: H. coronarium
Comments
Post a Comment