
Dhol kolmi, ঢোল কলমী, Pink Morning Glory (Ipomoea carnea)
ঢোল কলমি
বৈজ্ঞানিক নাম: Ipomoea carnea
ঢোল কলমির পাতা হৃদয়ের আকারের সবুজ পাতা হয়, পাতাগুলো ৬-৯ ইঞ্চি লম্বা। এর ফুল দেখতে মাইক বা ঘন্টার আকৃতিরর হয়ে থাকে। রং হয় হাল্কা বেগুনি ও সাদা।
এই উদ্ভিদের ঔষধিগুণ বিরাজমান। এটি বিষাক্ত। বাংলাদেশের গ্রামাঞ্চলে এই গাছ দিয়ে খেতের বেড়া তৈরি করার প্রচলন আছে।।
দুধকলমি, দিনকলমি, তেভুদি, নিশোত্রা, Transparent wood rose, White day glory
Operculina turpethum (L.) Silva manso,
Synonyms: Merremia turpethum, Ipomoea turpethum
Morning glory family
Comments
Post a Comment