

Bokul, বকুল ফুল, Bullet Wood (Mimusops elengi)
বকুল
ইংরেজি নাম: Spanish cherry
বৈজ্ঞানিক নাম:Mimusops elengi
পরিচিতি:
বকুল একটি চিরহরিৎ বৃক্ষ। এটি ১৬ মিটার পর্যন্ত লম্বা হয়। এই বৃক্ষের পাতা গুলো মসৃন, গাড় সবুজ ও ঢেউ খেলানো। বকুল ফুল আকারে খুব ছোট ছোট হয়। দেখতে ছোট ছোট তারার মতো ফুল গুলো যখন ফোটে তখন গাছের চেহারা হয় অন্যরকম এবং মাটিতে যখন ঝড়ে পড়ে তার দৃশ্য নয়নাভিরাম। এই ফুল রাত্রে ফোটে এবং সারাদিন ধরে টুপটাপ ঝরতে থাকে। ভারি সুগন্ধী এই বকুল। শুকনো বকুল ফুলের সুগন্ধটা অনেকদিন থাকে তাই এই ফুলের মালা অনেকদিন ঘরে রেখে দেয়া যায়।
ইংরেজি নাম: Spanish cherry
বৈজ্ঞানিক নাম:Mimusops elengi
পরিচিতি:
বকুল একটি চিরহরিৎ বৃক্ষ। এটি ১৬ মিটার পর্যন্ত লম্বা হয়। এই বৃক্ষের পাতা গুলো মসৃন, গাড় সবুজ ও ঢেউ খেলানো। বকুল ফুল আকারে খুব ছোট ছোট হয়। দেখতে ছোট ছোট তারার মতো ফুল গুলো যখন ফোটে তখন গাছের চেহারা হয় অন্যরকম এবং মাটিতে যখন ঝড়ে পড়ে তার দৃশ্য নয়নাভিরাম। এই ফুল রাত্রে ফোটে এবং সারাদিন ধরে টুপটাপ ঝরতে থাকে। ভারি সুগন্ধী এই বকুল। শুকনো বকুল ফুলের সুগন্ধটা অনেকদিন থাকে তাই এই ফুলের মালা অনেকদিন ঘরে রেখে দেয়া যায়।
Comments
Post a Comment