এই বুনো গাছটির ইংরাজি নাম Coffee Senna বা Coffee weed. কারণ এর বীজ নাকি ভেজে, গুঁড়িয়ে, দুধ-চিনি মিশিয়ে কফির মতো খাওয়া যায়।
তাছাড়া কালকাসুন্দার বীজ আবার নাকি হুপিং কফ, খিঁচুনি ইত্যাদির ওষুধ।
এত গুণ থাকতেও এর কোনো আদর নেই কেন তা জানিনা। বনে বাদাড়ে, রেল লাইনের ধারে এমনিই হয়ে থাকে। কারোকে কোনোদিন এর শুঁটি তুলতে দেখিনি।
কালকাসুন্দার ফুলগুলি সুন্দর। সবুজ যৌগিক পাতার কক্ষে কক্ষে উজ্জ্বল হলুদ রঙে ফুটে থাকে যখন, এদের না দেখে উপায় নেই।
Comments
Post a Comment