গোঠ বেগুন
বৈজ্ঞানিক নাম: Solanum torvum
পরিচিতি:
গোঠ বেগুনের গাছ পাঁচ থেকে ছয় ফুট পর্যন্ত উঁচু হতে পারে। ফুল সাদা রঙের, তার মধ্যে হলুদ রঙের গর্ভমুণ্ড চমত্কার রঙের বৈপরীত্য সৃষ্টি করে। ফুল যেমন থোকায় থোকায় ফলও তেমনি গুচ্ছবদ্ধভাবে থাকে। কাঁচা ফল সবুজ, পাকলে টুকটুকে লাল হয়। আকারে কড়ে আঙুলের মাথার সমান ছোট। এর পত্রদণ্ডের দুই দিকে একটি পাতার অনেকগুলো শীর্ষ থাকে, যেন একটি বড় পাতা হাওয়ার দাপটে ছেঁড়াখোঁড়া হয়ে আছে, এর মধ্যে শিরায় শিরায় অজস্র সুতীক্ষ কাঁটা। তা ছাড়া ডাল, কাণ্ড সবই কাঁটায় ভরা। ফলের বোঁটাতেও থাকে সুতীক্ষ কাঁটা। ফল ওষধি হিসেবে কাজে লাগে।
Comments
Post a Comment