কালিলতা
বৈজ্ঞানিক নাম: Darris trifoliata
পরিচিতি:
আরোহী লতা অথবা গুল্ম। শাখা মসৃণ, বাকল গাঢ় ধূসর, ছড়ানো। বাকলে বায়ুরন্ধ্র (ছোট ছিদ্রবিশেষ) দ্বারা আবৃত থাকে। একটি পত্রে তিন-সাতটি পাতা থাকে। পাতা ১২-১৫ সেন্টিমিটার লম্বা, মসৃণ ও ডিম্বাকার। শীর্ষ পত্র বৃহত্তম। পাতার গোড়া গোলাকার। উভয় পাশ মসৃণ কিন্তু ওপরের পিঠ চকচকে।
বাংলাদেশ ছাড়া মিয়ানমার, শ্রীলঙ্কা, চীন, মাদাগাস্কার ও উত্তর অস্ট্রেলিয়ায় কালিলতা রয়েছে। বীজ দ্বারা বংশবৃদ্ধি ঘটে। পাহাড়ি বন থেকে আবাসস্থল ধ্বংসের ফলে ও অতিরিক্ত গাছ কাটার কারণে লতাটি দিন দিন কমে যাচ্ছে।
গোড়ার দিকের ফুল আগে ফোটে। মঞ্জরিপত্র অতি সূক্ষ্ম। বৃতি প্রায় ২ দশমিক ৫ সেন্টিমিটার লম্বা ও মসৃণ। ফুল দেখতে শিম ফুলের মতো। পাপড়ি ১ দশমিক ৩ সেন্টিমিটার লম্বা। কাঁচা ফল সবুজ, পাকলে ফ্যাকাশে হলুদ হয়ে যায়।
Comments
Post a Comment