উলট চন্ডাল/অগ্নিশিখা (বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অগ্নিশিখা নামটির প্রবর্তক)
বৈজ্ঞানিক নাম: Gloriosa superba পরিবারঃ Liliaceae (Lily family)
পরিচিতি:
লতানো উদ্ভিদ। পাতা সরল, সমান্তরাল শিরা বিন্যাসযুক্ত। ফুল একক। পাপড়ি ছয়টি। গর্ভকেশর তিনটি। পাপড়ি প্রথমে হালকা সবুজ। পরে পীত ও রক্তবর্ণ। ফুটন্ত ফুলের পাপড়ি ঊর্ধ্বমুখি। ফলে অনেক বীজ। জুলাই আগস্ট মাসে ফুল ফোটে। ১-৩টি লম্বা আকারের বীজ থাকে। নভেম্বর মাসে ফুল ও মার্চ মাসে ফল হয়।
গুনাগুন:
কন্দ ও পাতাঔষধি গুণসম্পন্ন। কটু, তিক্ত, উষ্ণবীর্য, কফ-বাত, কৃমি, শোথ ও ব্রণনাশক, বিরেচক, বমনকারক ও বলকারক।
রাসায়নিক উপাদান:
কন্দ, ফুল ও বীজে কলচিসিন ও গ্লোরিওসিন অ্যালকালয়েড, ফিনোলিক, লুটিওলিন ও বিটা সাইটোস্টেলল রয়েছে।
উলটচন্ডাল
বাংলা নাম : উলটচন্ডাল, অগ্নিশিখা, লাঙ্গলী, গুরটচন্ডাল, ছিন্নমুখী, গর্ভপাতিনী।
ইংরেজি নাম : Flame Lily, Climbing Lily, Creeping lily, Glory Lily, Fire Lily, Tiger claw, Malabar Glory Lily, Superb Lily.
বৈজ্ঞানিক নাম : Gloriosa superba
ইংরেজি নাম : Flame Lily, Climbing Lily, Creeping lily, Glory Lily, Fire Lily, Tiger claw, Malabar Glory Lily, Superb Lily.
বৈজ্ঞানিক নাম : Gloriosa superba
উলটচন্ডাল আমাদের দেশের খুব সুন্দর একটি লতানো বনফুলের গাছ। তবে লতাটি ক্রমেই হারিয়ে যাচ্ছে প্রাকৃতিক বন থেকে। আফ্রিকার উষ্ণ মন্ডলীয় অঞ্চলে বন জঙ্গলে উলটচন্ডালের উৎপত্তি। তবে ভারতের আসাম, হিমালয় থেকে উষ্ণমণ্ডলীয় এলাকায় বিশেষ করে মায়ানমার, ভিয়েতনাম, থাইল্যান্ড, শ্রীলঙ্কায় প্রাকৃতিকভাবে উলটচন্ডাল জন্মে। ভেষজ ব্যবহারের জন্য মাত্রাতিরিক্ত আহরণের কারণে লতাটি এখন বনের পরিবেশে কম দেখা যায়। এই ফুলের কদর বিশ্বব্যাপী। এটি ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজ্য ফুল এবং জিম্বাবোয়ের জাতীয় ফুল।
এটি বেলে দো-আঁশ মাটিতে ভালো জন্মায় যেখানে সূর্যালোক সহজে পৌছায়। অনুর্বর মাটিতেও এটি বেঁচে থাকতে পারে। সমুদ্র পৃষ্ট থেকে ২৫৩০ মিটার উপরেও এর চাষ হয়। শীত প্রধান দেশে গ্রীণ হাউসে অর্নামেন্টাল প্ল্যান্ট হিসাবে ব্যাপকভাবে চাষ করা হয়।
এই ফুলের গাছ ৬ থেকে ৮ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। কান্ডের গোড়া খিলানের মত। পাতা দেখেই গাছটি চেনা যায়। লম্বাটে পাতার আগাটা সরু সুতোর মতো, তা দিয়ে আশ্রয় আকড়ে ধরে ধরে উপরে ওঠে। ৬-৮ ইঞ্চি লম্বা পাতাগুলি বৃন্তহীন, সরল, সমান্তরাল শিরা বিন্যাসযুক্ত।
সাধারণত বর্ষায় ফুল ধরে, লতাজুড়ে। লাল-হলদে রঙে মিশ্রিত ফুল। ফুলের আগার রং লাল এবং গোড়ার অংশ হলুদ বর্ণের। ফুলের পাঁপড়ি গুলি দেখতে লাগে আগুনের শিখার মত। তাই এ ফুলের আরেক নাম অগ্নিশিখা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অগ্নিশিখা নামটির প্রবর্তক। ফুল একক, ৩-৫ ইঞ্চি লম্বা। মঞ্জরিতে এক বা একাধিক কুঞ্চিত দলযুক্ত গন্ধহীন ফুল ফোটে। ফুলে পাপড়ি ছয়টি। পুংকেশর ৬টি এবং তা বাইরের দিকে ছড়ানো। গর্ভকেশর তিনটি। পাপড়ি প্রথমে হালকা সবুজ। পরে হলুদ ও রক্তবর্ণ। ফুটন্ত ফুলের পাপড়ি ঊর্ধ্বমুখি। ফোটে বর্ষা থেকে শরৎ পর্যন্ত। ফল ৩-৪ ইঞ্চি লম্বা। ফলে অনেক বীজ।
শিকড় একগুচ্ছ মিষ্টিআলুর মতো। শরতে শুকোতে শুরু করে শীতে গাছ পুরো মরে যায়। গ্রীষ্মকালে পুনরায় মূল থেকে নতুন গাছের জন্ম হয়।
এই গাছের সমন্ত অংশ বিষাক্ত। তবে নানান ভেষজ গুণে গুণান্বিত এ লতা। কন্দ, ফুল ও বীজে কলচিসিন ও গ্লোরিওসিন অ্যালকালয়েড, ফিনোলিক, লুটিওলিন ও বিটা সাইটোস্টেরল রয়েছে। এ লতার মূল কটু, তিক্ত, উষ্ণবীর্য এবং বিরেচক। এই গাছের বিভিন্ন অংশ কুষ্ঠ, অর্শ, পেটের অসুখ, ফোড়া, কৃমি নাশ, যৌন ব্যধি, পোকার কামড়ের উপশমে, শোথ ও ব্রণনাশক হিসাবে ব্যবহৃত হয়। পাতার রস মাথার উকুন ধ্বংসে অত্যন্ত কার্যকর। এছাড়াও এটি বমনকারক ও বলকারক।
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
Kingdom Plantae
Subkingdom Viridiplantae
Infrakingdom Streptophyta
Superdivision Embryophyta
Division Tracheophyta
Subdivision Spermatophytina
Class Magnoliopsida
Superorder Lilianae
Order Liliales
Family Colchicaceae
Genus Gloriosa
Species Gloriosa superba
Subkingdom Viridiplantae
Infrakingdom Streptophyta
Superdivision Embryophyta
Division Tracheophyta
Subdivision Spermatophytina
Class Magnoliopsida
Superorder Lilianae
Order Liliales
Family Colchicaceae
Genus Gloriosa
Species Gloriosa superba
Comments
Post a Comment