
সোমলতা
বৈজ্ঞানিক নাম: 𝑺𝒂𝒓𝒄𝒐𝒔𝒕𝒆𝒎𝒎𝒂 𝒃𝒓𝒆𝒗𝒊𝒔𝒕𝒊𝒈𝒎𝒂
বৈজ্ঞানিক নাম: 𝑺𝒂𝒓𝒄𝒐𝒔𝒕𝒆𝒎𝒎𝒂 𝒃𝒓𝒆𝒗𝒊𝒔𝒕𝒊𝒈𝒎𝒂
পরিচিতি:
এই গাছের পাতা নেই। গাঁইটযুক্ত বহুশাখা বিশিষ্ট। কাণ্ড মোটা কলমের মতো। গাঁইটগুলো ৩-৬ ইঞ্চি লম্বা হয়। এর পুষ্পদণ্ড ১-১.৫ ইঞ্চি লম্বা হয়। পুষ্পদণ্ড বহুশাখা বিশিষ্ট। ফুলের পাপড়ি .৫ ইঞ্চি লম্বা হয়। পাপড়ি নরম ও লোমযুক্ত। ফুলের রঙ শ্বেত আভাযুক্ত ফিকে সবুজবর্ণ বা ঈষৎ শ্বেতবর্ণ। পুষ্পস্তবকের ব্যাস .৭৫ ইঞ্চি। পুস্পস্তবক ডিম্বাকৃতি ও লম্বা। বীজকোষ ৪-৫ ইঞ্চি লম্বা। এর অগ্রভাগ সরু। বীজ চেপ্টা এবং প্রায় .২৫ ইঞ্চি লম্বা হয়।
Asclepiadaceae গোত্রের Sarcostemma গণের গুল্ম জাতীয় উদ্ভিদ। বাংলাদেশ ও ভারত এই গাছ প্রচুর জন্মে।
এই গাছের পাতা নেই। গাঁইটযুক্ত বহুশাখা বিশিষ্ট। কাণ্ড মোটা কলমের মতো। গাঁইটগুলো ৩-৬ ইঞ্চি লম্বা হয়। এর পুষ্পদণ্ড ১-১.৫ ইঞ্চি লম্বা হয়। পুষ্পদণ্ড বহুশাখা বিশিষ্ট। ফুলের পাপড়ি .৫ ইঞ্চি লম্বা হয়। পাপড়ি নরম ও লোমযুক্ত। ফুলের রঙ শ্বেত আভাযুক্ত ফিকে সবুজবর্ণ বা ঈষৎ শ্বেতবর্ণ। পুষ্পস্তবকের ব্যাস .৭৫ ইঞ্চি। পুস্পস্তবক ডিম্বাকৃতি ও লম্বা। বীজকোষ ৪-৫ ইঞ্চি লম্বা। এর অগ্রভাগ সরু। বীজ চেপ্টা এবং প্রায় .২৫ ইঞ্চি লম্বা হয়।
Asclepiadaceae গোত্রের Sarcostemma গণের গুল্ম জাতীয় উদ্ভিদ। বাংলাদেশ ও ভারত এই গাছ প্রচুর জন্মে।
Comments
Post a Comment