বিউমন্টিয়া/বামনসিয়া
বৈজ্ঞানিক নাম: Beaumontia grandiflora
পরিচিতি:
ভারতীয় প্রজাতি। বড় আকারের চিরসবুজ লতা। কচি ডাল গোলাপী ও রোমশ। পাতা বড়, লম্ব-ডিম্বাকার, ১৬-২৫ সেমি লম্বা, উপর উজ্জ্বল সবুজ, নিচ ফ্যাকাসে। শীত ও বসন্তে ফুল ফোটে। ডালের আগায় বড় বড় থোকায় কয়েকটি সাদা ফুল, সন্ধ্যায় ফোটে, দারুন সুগন্ধি, দিনে ঘ্রাণ কমে যায় বা অনেকসময় একেবারেই ঘ্রাণ পাওয়া যায় না। ফুল ফানেলের আকার, ১২ সেমি লম্বা ও মুখ ৮ সেমি চওড়া, ৫টি গোলাকার লতি।
বৈজ্ঞানিক নাম: Beaumontia grandiflora
পরিচিতি:
ভারতীয় প্রজাতি। বড় আকারের চিরসবুজ লতা। কচি ডাল গোলাপী ও রোমশ। পাতা বড়, লম্ব-ডিম্বাকার, ১৬-২৫ সেমি লম্বা, উপর উজ্জ্বল সবুজ, নিচ ফ্যাকাসে। শীত ও বসন্তে ফুল ফোটে। ডালের আগায় বড় বড় থোকায় কয়েকটি সাদা ফুল, সন্ধ্যায় ফোটে, দারুন সুগন্ধি, দিনে ঘ্রাণ কমে যায় বা অনেকসময় একেবারেই ঘ্রাণ পাওয়া যায় না। ফুল ফানেলের আকার, ১২ সেমি লম্বা ও মুখ ৮ সেমি চওড়া, ৫টি গোলাকার লতি।
Comments
Post a Comment