চন্দন
বৈজ্ঞানিক নাম: 𝑺𝒂𝒏𝒕𝒂𝒍𝒖𝒎 𝒂𝒍𝒃𝒖𝒎
বৈজ্ঞানিক নাম: 𝑺𝒂𝒏𝒕𝒂𝒍𝒖𝒎 𝒂𝒍𝒃𝒖𝒎
পরিচিতি:
চন্দনকে সংস্কৃতে অনিন্দিতা বলে ডাকে, অন্যান্য নামের মধ্যে Sandalwood, Arishta-phalam, Bhadrasara, Sandal উল্লেখযোগ্য। চন্দন মাঝারি সাইজের চিরসবুজ বৃক্ষ। উচ্চতায় ১৮-৩০ মিটার। গাছের বাকল গাঢ় ধূসর বা বাদামি কালো, অমসৃণ এবং লম্বালম্বিভাবে ফাটা দাগ থাকে। পাতা সরল, একান্তর, লেন্স আকৃতির। ফুলের কিনারা বাদামি পারপেল, লালা পারপেল বা বেগুনি রঙের হয়ে থাকে। ফল ড্রুপ জাতীয়। বীজ শক্ত। যখন বাকল ছড়ানো হয় তখন গাঢ় বাদামি থেকে গাঢ় লালচে বাদামি রং ধারণ করে।
চন্দনকে সংস্কৃতে অনিন্দিতা বলে ডাকে, অন্যান্য নামের মধ্যে Sandalwood, Arishta-phalam, Bhadrasara, Sandal উল্লেখযোগ্য। চন্দন মাঝারি সাইজের চিরসবুজ বৃক্ষ। উচ্চতায় ১৮-৩০ মিটার। গাছের বাকল গাঢ় ধূসর বা বাদামি কালো, অমসৃণ এবং লম্বালম্বিভাবে ফাটা দাগ থাকে। পাতা সরল, একান্তর, লেন্স আকৃতির। ফুলের কিনারা বাদামি পারপেল, লালা পারপেল বা বেগুনি রঙের হয়ে থাকে। ফল ড্রুপ জাতীয়। বীজ শক্ত। যখন বাকল ছড়ানো হয় তখন গাঢ় বাদামি থেকে গাঢ় লালচে বাদামি রং ধারণ করে।
চন্দন ভারতের বিন্ধ্যপর্বতের দক্ষিণে কর্ণাটক ও তামিলনাড়ুতে ভালো জন্মে। তবে উত্তর প্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ ও উড়িষ্যাতেও চন্দন দেখা যায়। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বিচ্ছিন্নভাবে দেখা যায়। ধারণা করা হয় চন্দন ভারতীয় গাছ।
Comments
Post a Comment