শিলকড়ই
অন্যান্য নাম: সাদা শিরিষ, সাদা কড়ই, লোহা শিরিষ, জাত কড়ই,
বৈজ্ঞানিক নাম: 𝘼𝙡𝙗𝙞𝙯𝙞𝙖 𝙥𝙧𝙤𝙘𝙚𝙧𝙖
পরিচিতি:
শিলকড়ই গাছের উচ্চতা ৬০-৭০ ফুট পর্যন্ত হতে পারে। বাকল হরিদ্রাভ সাদ, মসৃণ। পাতা দ্বিপক্ষল, যৌগিক। পুস্পবিন্যাস প্রান্তীয় পেনিকল, প্রায় ৩০ সেমি লম্বা, যার অগ্রভাগে ১৫-৩০টি সাদা বা সবুজাভ সাদা পুস্প অবস্থান করে। পুস্পের দলমন্ডল ফ্যানেলাকৃতির ৬-৬.৫ মিমি লম্বা, উপবৃত্তকার লতি যুক্ত।
শিলকড়ই অতিপরিচিত একটি গাছ। দেশের প্রায় সব জায়গাতেই জন্মে। এছাড়া কাঠের মান ভালো হওয়ায় বাণিজ্যিকভাবেও লাগানো হচ্ছে।
অন্যান্য নাম: সাদা শিরিষ, সাদা কড়ই, লোহা শিরিষ, জাত কড়ই,
বৈজ্ঞানিক নাম: 𝘼𝙡𝙗𝙞𝙯𝙞𝙖 𝙥𝙧𝙤𝙘𝙚𝙧𝙖
পরিচিতি:
শিলকড়ই গাছের উচ্চতা ৬০-৭০ ফুট পর্যন্ত হতে পারে। বাকল হরিদ্রাভ সাদ, মসৃণ। পাতা দ্বিপক্ষল, যৌগিক। পুস্পবিন্যাস প্রান্তীয় পেনিকল, প্রায় ৩০ সেমি লম্বা, যার অগ্রভাগে ১৫-৩০টি সাদা বা সবুজাভ সাদা পুস্প অবস্থান করে। পুস্পের দলমন্ডল ফ্যানেলাকৃতির ৬-৬.৫ মিমি লম্বা, উপবৃত্তকার লতি যুক্ত।
শিলকড়ই অতিপরিচিত একটি গাছ। দেশের প্রায় সব জায়গাতেই জন্মে। এছাড়া কাঠের মান ভালো হওয়ায় বাণিজ্যিকভাবেও লাগানো হচ্ছে।
Comments
Post a Comment