পাদাউক
বৈজ্ঞানিক নাম: Pteriocarpus indicus
পরিচিতি:
মাত্র এক দিনের জন্য ফোটে এ ফুল। পরের দিন আর কোনো চিহ্নই থাকে না গাছে। প্রস্ফুটনের স্বল্প স্থায়িত্বের অনন্য বৈশিষ্ট্য। পাদাউক পত্রমেচি উঁচু বৃক্ষ, কাণ্ড অনুচ্চ, শীর্ষ বিশাল, ছত্রাকৃতি, পত্রঘন শাখান্ত দীর্ঘ ও আনত। পত্র একপক্ষল, বিজোড়পক্ষ। পত্রিকা পাঁচ থেকে নয়টি, মসৃণ, একান্তরে পত্রাক্ষে বিন্যস্ত। মঞ্জরি অনিয়ত, কাক্ষিক, বহুপৌষ্পিক, ঝুলন্ত ও নাতিদীর্ঘ। ফুল সুগন্ধী। ফল গোলাকৃতি, চ্যাপ্টা ও বায়ুবাহী। কাঠ দারুমূল্যযুক্ত। আদি আবাস মালয় ও মিয়ানমার। বংশবৃদ্ধি বীজ থেকে।
Comments
Post a Comment