সর্পগন্ধা
বৈজ্ঞানিক নাম Raulwolfia serpentina
পরিচিতি:
গাছ সাধারণত .৫-২ মিটার পর্যন্ত উঁচু হয়। পাতা সরল, পুষ্পদণ্ডে অল্প অল্প গুচ্ছাকারে গোলাপি রঙের ফুল হয়। ফল প্রথমে সবুজ, পরে পাকলে গাঢ় বেগুনি হয়। প্রায় ক্ষেত্রে ১টি বীজ হয়। মূলগুলো দেখতে মোটা, প্রায় ৩-৪ সেমি ব্যাসযুক্ত ও ভঙ্গুর। মূলের রস ধূসর পীতবর্ণের। কাঁচা মূলের গন্ধ কাঁচা তেঁতুলের মতো।
গাছের মূল নানা প্রকার রোগের চিকিত্সায় লাগে । মূলকে চুর্ণ করে অল্প পরিমাণ খেলে উত্তেজনা প্রশমিত হয় ও ঘুম ভাল হয় । দৈহিক দুবর্লতা ও মানসিক অবসাদজনিত রোগেও মূলের চূর্ণ ব্যবহৃত হয়
বৈজ্ঞানিক নাম Raulwolfia serpentina
পরিচিতি:
গাছ সাধারণত .৫-২ মিটার পর্যন্ত উঁচু হয়। পাতা সরল, পুষ্পদণ্ডে অল্প অল্প গুচ্ছাকারে গোলাপি রঙের ফুল হয়। ফল প্রথমে সবুজ, পরে পাকলে গাঢ় বেগুনি হয়। প্রায় ক্ষেত্রে ১টি বীজ হয়। মূলগুলো দেখতে মোটা, প্রায় ৩-৪ সেমি ব্যাসযুক্ত ও ভঙ্গুর। মূলের রস ধূসর পীতবর্ণের। কাঁচা মূলের গন্ধ কাঁচা তেঁতুলের মতো।
গাছের মূল নানা প্রকার রোগের চিকিত্সায় লাগে । মূলকে চুর্ণ করে অল্প পরিমাণ খেলে উত্তেজনা প্রশমিত হয় ও ঘুম ভাল হয় । দৈহিক দুবর্লতা ও মানসিক অবসাদজনিত রোগেও মূলের চূর্ণ ব্যবহৃত হয়
Comments
Post a Comment