চাঁদমালা
বৈজ্ঞানিক নাম: Nymphoides hydrophylla
পরিচিতি:
চাঁদমালা জলজ উদ্ভিদ। এরা বাংলাদেশ ও ভারতের স্থানীয় উদ্ভিদ। লতান জলজ এই উদ্ভিদের গাঁট থেকে শিকড় গজায়। ভাসমান পাতা প্রায় গোল, ৫-৮ সেমি চওড়া, বোঁটা প্রায় ৪ সেমি, উপর মসৃণ, নিচে প্রকট শিরাজাল। ছোট ছোট সাদা ফুল ফোটে। ফুলে পাঁচ পাপড়ি হয়। ফলের আকার গোল।
পরিচিতি:
চাঁদমালা জলজ উদ্ভিদ। এরা বাংলাদেশ ও ভারতের স্থানীয় উদ্ভিদ। লতান জলজ এই উদ্ভিদের গাঁট থেকে শিকড় গজায়। ভাসমান পাতা প্রায় গোল, ৫-৮ সেমি চওড়া, বোঁটা প্রায় ৪ সেমি, উপর মসৃণ, নিচে প্রকট শিরাজাল। ছোট ছোট সাদা ফুল ফোটে। ফুলে পাঁচ পাপড়ি হয়। ফলের আকার গোল।

Comments
Post a Comment