স্থল পদ্ম
বৈজ্ঞানিক নাম: Hibiscus mutabilis
পরিচিতি:
স্থল পদ্ম বছরে একবার পাতা ঝরায়। সাধারণত ৩ থেকে ৪ মিটার পর্যন্ত উঁচু হতে পারে। এ গাছের গা-পাতা সবই খসখসে। পাতাগুলো বড় বড়, কিনারে থাকে কয়েকটি খাঁজ। বোঁটা বেশ লম্বা। ফুলও বড়, ৪ থেকে ১০ সেন্টিমিটার চওড়া। সাধারণত অনেকগুলো পাপড়ি থাকে। ফুলের রং গোলাপি বা সাদা। দেখতে দুধে-আলতা মেশানো রঙের মতো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গোলাপি রঙের এ ফুলগুলো লালচে রঙের হতে শুরু করে। ফুল ফোটে শরৎকাল থেকে শীতের প্রথমভাগ পর্যন্ত। অন্যান্য সময়ে দু’একটি ফোটে। ফুল ফোটে ডালের আগায়, মাত্র কয়েকটি। ফুলভরা গাছ খুবই সুন্দর। পাপড়ির তৈরি বড়া খেতে সুস্বাদু।

Comments
Post a Comment