বকফুল মাঝারী ঝাড় জাতীয় বৃক্ষ। ফুলের আকার আকৃতি গাছের ডালে বকের ঠোটের মত বোটায় ঝুলে থাকতে দেখায় বলে এই নামকরণ। বকফুল তিন রঙের দেখা যায়, সাদা, লাল, গোলাপী। বাংলাদেশে সাদা ও লাল রঙের বকফুল বেশী পাওয়া যায়। চারা রোপনের সর্বোচ্চ এক বছরের মাঝে গাছে ফুল ধরে। গাছের ডাল পালা নরম, যৌগিক পত্র বিশিষ্ট, গাছের মূল কান্ড ধীরে ধীরে মাঝারি শক্ত মানের হয়। প্রথমে বোটার অগ্রভাগে সবুজ রঙের ফুলের কলি আসে এবং তা নির্দিষ্ট সময় পর প্রস্ফুটিত হয়ে ফুলে রূপান্তরিত হয়। ফুলের পাপড়ির মাঝখানে গর্ভদন্ড ও পুংকেশর অবস্থিত, পরাগ রেণু হলুদ রঙের। এটি একটি ভক্ষণযোগ্য ফুল।
বকফুল মাঝারী ঝাড় জাতীয় বৃক্ষ। ফুলের আকার আকৃতি গাছের ডালে বকের ঠোটের মত বোটায় ঝুলে থাকতে দেখায় বলে এই নামকরণ। বকফুল তিন রঙের দেখা যায়, সাদা, লাল, গোলাপী। বাংলাদেশে সাদা ও লাল রঙের বকফুল বেশী পাওয়া যায়। চারা রোপনের সর্বোচ্চ এক বছরের মাঝে গাছে ফুল ধরে। গাছের ডাল পালা নরম, যৌগিক পত্র বিশিষ্ট, গাছের মূল কান্ড ধীরে ধীরে মাঝারি শক্ত মানের হয়। প্রথমে বোটার অগ্রভাগে সবুজ রঙের ফুলের কলি আসে এবং তা নির্দিষ্ট সময় পর প্রস্ফুটিত হয়ে ফুলে রূপান্তরিত হয়। ফুলের পাপড়ির মাঝখানে গর্ভদন্ড ও পুংকেশর অবস্থিত, পরাগ রেণু হলুদ রঙের। এটি একটি ভক্ষণযোগ্য ফুল।
Comments
Post a Comment