হংসলতা
বৈজ্ঞানিক নাম: Aristolochia elegans
পরিচিতি:
হংসলতা একটি চিরসবুজ লতানো গাছ। দৃষ্টিনন্দন হূদয়াকৃতির পাতা উজ্জ্বল সবুজ। গ্রীষ্মের ফুল হলেও এখন প্রায় সারা বছরই গাছে ফুল দেখা যায়। ১০ থেকে ১৫ ফুট লম্বা এই লতানো গাছের সবুজ আর সাদা রঙে মেশানো ফুল দেখতে হাঁসের মতো বলেই হয়তো বাংলায় এর নাম হংসলতা। হংসলতা এ দেশে অতিথি। আদি বাড়ি দক্ষিণ আমেরিকা। ইংরেজি নাম ‘পাইপ ভাইন’।প্রচলিত নাম ‘ক্যালিকো’।
বৈজ্ঞানিক নাম: Aristolochia elegans
পরিচিতি:
হংসলতা একটি চিরসবুজ লতানো গাছ। দৃষ্টিনন্দন হূদয়াকৃতির পাতা উজ্জ্বল সবুজ। গ্রীষ্মের ফুল হলেও এখন প্রায় সারা বছরই গাছে ফুল দেখা যায়। ১০ থেকে ১৫ ফুট লম্বা এই লতানো গাছের সবুজ আর সাদা রঙে মেশানো ফুল দেখতে হাঁসের মতো বলেই হয়তো বাংলায় এর নাম হংসলতা। হংসলতা এ দেশে অতিথি। আদি বাড়ি দক্ষিণ আমেরিকা। ইংরেজি নাম ‘পাইপ ভাইন’।প্রচলিত নাম ‘ক্যালিকো’।
এই ফুল গাছ কোথায় পাবো কেউ বলতে পারবেন?
ReplyDeleteআমার কাছে
Delete