পেটারি
ইংরেজি নাম: Indian Abutilon বা Indian Mallow
বৈজ্ঞানিক নাম:
Abutilon indicum
পরিচিতি:
বহুবর্ষজীবী গুল্মজাতীয় গাছ। মাটির উর্বরতা ও পরিবেশের ভিন্নতায় এটির উচ্চতা ৭-৮ ফুট পর্যন্ত উঁচু হতে পারে। তবে গড় উচ্চতা ৪ ফুটের মতো। পেটারির কাণ্ডের রং গাঢ় বাদামী। কাণ্ড ২-৩ ইঞ্চি মোটা হয় এবং কাণ্ড শক্ত ও ভঙ্গুর। কাণ্ডের একেবারে শুরু থেকে ডালপালা বের হয়। এজন্যে পেটারি গাছকে ঝোপালো মনে হয়।পেটারির ফুল হলুদ কিংবা কমলা-হলুদ রংয়ের হয়। ফুল পাঁচ পাপড়িবিশিষ্ট। পাপড়ি পাতলা। পাপড়িগুলোর মাঝখানে একগুচ্ছ মনোরম কিশোর থাকে। ফুলে তেমন গন্ধ নেই। তবে মধু আছে।ফল দেখতে অনেকটা তবলার মতো। তবে আকারে অতি ক্ষুদ্র। ফল নিরেট নয়। পাতলা তন্তুর অসংখ্য অনেকগুলো খোল বা চেম্বার পাশাপাশি সাজিয়ে যেন পোটারির ফল তৈরি করা হয়েছে। প্রতিটা চেম্বারের ভেতরটা বাতাস আর একটা করে বীজ দিয়ে পূর্ণ করা থাকে।
ইংরেজি নাম: Indian Abutilon বা Indian Mallow
বৈজ্ঞানিক নাম:
Abutilon indicum
পরিচিতি:
বহুবর্ষজীবী গুল্মজাতীয় গাছ। মাটির উর্বরতা ও পরিবেশের ভিন্নতায় এটির উচ্চতা ৭-৮ ফুট পর্যন্ত উঁচু হতে পারে। তবে গড় উচ্চতা ৪ ফুটের মতো। পেটারির কাণ্ডের রং গাঢ় বাদামী। কাণ্ড ২-৩ ইঞ্চি মোটা হয় এবং কাণ্ড শক্ত ও ভঙ্গুর। কাণ্ডের একেবারে শুরু থেকে ডালপালা বের হয়। এজন্যে পেটারি গাছকে ঝোপালো মনে হয়।পেটারির ফুল হলুদ কিংবা কমলা-হলুদ রংয়ের হয়। ফুল পাঁচ পাপড়িবিশিষ্ট। পাপড়ি পাতলা। পাপড়িগুলোর মাঝখানে একগুচ্ছ মনোরম কিশোর থাকে। ফুলে তেমন গন্ধ নেই। তবে মধু আছে।ফল দেখতে অনেকটা তবলার মতো। তবে আকারে অতি ক্ষুদ্র। ফল নিরেট নয়। পাতলা তন্তুর অসংখ্য অনেকগুলো খোল বা চেম্বার পাশাপাশি সাজিয়ে যেন পোটারির ফল তৈরি করা হয়েছে। প্রতিটা চেম্বারের ভেতরটা বাতাস আর একটা করে বীজ দিয়ে পূর্ণ করা থাকে।
Comments
Post a Comment