লাল রাস্না
বৈজ্ঞানিক নাম: 𝑹𝒆𝒏𝒂𝒏𝒕𝒉𝒆𝒓𝒂 𝒊𝒎𝒔𝒄𝒉𝒐𝒐𝒕𝒊𝒂𝒏𝒂
পরিচিতি:
এরা উচ্চ বৃষ্টিপাত ও অধিক সূর্যালোক যুক্ত স্থানে ভাল জন্মে। এদের প্রায় সব বোটানিক গার্ডেন ও নার্সারিতে পাওয়া যায়। এদের পাতাগুলো আয়তাকার এবং কান্ড ৯০ সেমি পর্যন্ত লম্বা হয়। সাধারনত এপ্রিল-মে মাসে ফুল আসে। ফুল উজ্জ্বল লাল রঙের হয় এবং একটি পুষ্পবিন্যাসে ১৫-৩০ টি ফুল আসে। বৃত্তাংশের পৃষ্টতল রৈখিক এবং পাপড়ি গুলো বিস্তৃত বৃত্তাকার হয়। ফুল গুলো টেকসই হয় অনেক দিন পর্যন্ত।
লাল রাস্না অর্কিড প্রজাতিটি আসাম, নাগাল্যান্ড, মণিপুর ও মিজোরাম, মায়ানমার, লাওস এবং ভিয়েতনামে জন্মাতে দেখা যায়। এরা বড় গাছের নিচে ফুটে।
Comments
Post a Comment