মে ফ্লাওয়ার
বৈজ্ঞানিক নাম: Scadoxus multiflorus
পরিচিতি:
ফুলটির আদি নিবাস আফ্রিকা মহাদেশে। ফুলটি বল লিলি, গ্লোব লিলি, পাউডার পাফ লিলি বা আফ্রিকান ব্লাড লিলি নামেও পরিচিত। মে ফ্লাওয়ারের ফুল, পাতা ও গাছের গড়ন সব মিলিয়ে বেশ নান্দনিক ও চোখে পড়ার মতো। অল্প বয়সী গাছগুলো দেখতে ছাতার মতো দেখায়। এই গাছটি খুব বেশি বড় হয় না, উচ্চতায় ১০ মিটার পর্যন্ত উঁচু হতে পারে। তবে মাঝারি আকারের হলেও, এটি খুব তাড়াতাড়ি বাড়ে। এই গাছের উপরদিকের মাথা ছড়ানো থাকে। গ্রীষ্মের শুরুতে কচি পাতার সঙ্গে গোলাপি রঙের ফুলের ছোট ছোট থোকায় ভরে ওঠে গাছটি। ফুল প্রায় ৩ সেমি চওড়া, সুগন্ধি, পাপড়ি ও পুংকেশর অসমান। বাসি ও তাজা ফুল মিলে চমৎকার বর্ণবৈচিত্র্য তৈরি করে। ফল গোলাকার, লম্বা, গাঢ়-ধূসর ও শক্ত। এই ফুলটির পাতা চিড়চিড়ে আর মুখে হলুদরঙা। এর বংশবৃদ্ধি হয় বীজ এবং কন্দের মাধ্যমে।
Comments
Post a Comment