পদ্মকরবী ফুল (Nerium oleander Splendens).
আমাদের বাড়ির কাছেই ছিল মেয়েদের অবৈতনিক সরকারি স্কুল, গিরিবালা বালিকা বিদ্যালয়। বহু বছর আগেই সে স্কুল উঠে গেছে।
স্কুলবাড়িটি ভেঙে নতুন বাড়ি উঠেছে। নতুন পরিচয় হয়েছে তার। সেখানে এখন করপোরেশনের বোরো অফিস বসেছে।
দুরদূরান্তের লোক তবু একে গিরিবালা স্কুল নামেই চেনে এখনো। অমুক নম্বর বোরো অফিস কোথায় জিজ্ঞাসা করলে যে কেউ বলে দেন, গিরিবালা স্কুলে।
গিরিবালার উঠানে এই করবী গাছ।
করবী ফুলের কোমল রং, এর পাপড়ির মসৃণতা, ফুলের প্রাচুর্য আমায় বারবার কাছে টেনে আনে।
Comments
Post a Comment