হাপরমালী
বৈজ্ঞানিক নাম: Vallaris solanacea
পরিচিতি:
হাপরমালী কাষ্ঠল বুনো লতা। কাণ্ড ধূসর, পাতা উজ্জ্বল ও আগা চোখা। কাণ্ডে সাদা রঙের কষ থাকে। পাতার বিন্যাস বিপরীত এবং প্রায় পাঁচ ইঞ্চি লম্বা হয়। লতাশ্রয়ী গাছ বেয়ে অনেক ওপরে ওঠে। শাখা-প্রশাখা ঝোপ আকারে বেড়ে ওঠে। বসন্তে পাতার মধ্য দিয়ে তিন থেকে ছয়টি ফুলের ছোট থোকা বের হয়। ফুলের রং ক্রিম সাদা। ফুলে পাঁচটি গোল পাপড়ি থাকে। বৃতি পাঁচটি। বনে বীজের মাধ্যমে বংশবৃদ্ধি করে, তবে কলমে চারা হয়। ফুল তীব্র সুগন্ধি। হাপরমালী পশ্চিমবঙ্গে রামসর নামে পরিচিত। হাপরমালী বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের আদিবাসী।
Comments
Post a Comment