হুড়হুড়ি
বৈজ্ঞানিক নাম: Cleome spinosa
পরিচিতি:
সুদূর দক্ষিণ আমেরিকা থেকে রীতিবদ্ধ বাগানের ফুল হিসেবে আমাদের দেশে আসা হুড়হুড়ি ফুল গাছটি আমাদের বাগান থেকেই বিভিন্ন জলাভূমির ধারে ছড়িয়ে পড়েছে। দীর্ঘ দিন ধরে শীতের মৌসুমি ফুলের বাগানেও সমান উপস্থিতি চোখে পড়ে। বৃহত্তর সিলেটের বিল-হাওর ও নিম্নাঞ্চলে সংখ্যায় বেশি। গাছ ৯০-১২০ সেন্টিমিটার উঁচু। কাণ্ড সবুজ, কাঁটাযুক্ত, ঝোপাল। পাতার বোঁটা লম্বা, ফলক করতলাকারের মতো খণ্ডিত, লতি সংখ্যা পাঁচ। ডালের আগায় লম্বা মঞ্জরিদণ্ডে ফুল ফোটে পর্যায়ক্রমে। বোঁটা লম্বা, পাপড়ি খোলা, অসমান। ফুলের অনেক রং হালকা বেগুনি, বেগুনি, গোলাপি, সাদা প্রভৃতি। প্রস্ফুটনকাল দীর্ঘ—শীতের প্রথম ভাগ থেকে বর্ষা-শরৎ পর্যন্ত। বীজ দূরবাহী ও বৈরী পরিবেশে নিজেকে বাঁচিয়ে রাখতে সক্ষম।
বৈজ্ঞানিক নাম: Cleome spinosa
পরিচিতি:
সুদূর দক্ষিণ আমেরিকা থেকে রীতিবদ্ধ বাগানের ফুল হিসেবে আমাদের দেশে আসা হুড়হুড়ি ফুল গাছটি আমাদের বাগান থেকেই বিভিন্ন জলাভূমির ধারে ছড়িয়ে পড়েছে। দীর্ঘ দিন ধরে শীতের মৌসুমি ফুলের বাগানেও সমান উপস্থিতি চোখে পড়ে। বৃহত্তর সিলেটের বিল-হাওর ও নিম্নাঞ্চলে সংখ্যায় বেশি। গাছ ৯০-১২০ সেন্টিমিটার উঁচু। কাণ্ড সবুজ, কাঁটাযুক্ত, ঝোপাল। পাতার বোঁটা লম্বা, ফলক করতলাকারের মতো খণ্ডিত, লতি সংখ্যা পাঁচ। ডালের আগায় লম্বা মঞ্জরিদণ্ডে ফুল ফোটে পর্যায়ক্রমে। বোঁটা লম্বা, পাপড়ি খোলা, অসমান। ফুলের অনেক রং হালকা বেগুনি, বেগুনি, গোলাপি, সাদা প্রভৃতি। প্রস্ফুটনকাল দীর্ঘ—শীতের প্রথম ভাগ থেকে বর্ষা-শরৎ পর্যন্ত। বীজ দূরবাহী ও বৈরী পরিবেশে নিজেকে বাঁচিয়ে রাখতে সক্ষম।
শ্বেত হুড়হুড়ে
অন্যান্য নাম : হুড়হুড়ে, নুনিরলতা, সূর্য্যাবর্ত্ত, হুলহুলে।
ইংরেজি নাম : Wild Spider Flower, African Spider-Flower, Cat Whiskers, Bastard-Mustard, Spiderwisp
বৈজ্ঞানিক নাম : Cleome gynandra
ইংরেজি নাম : Wild Spider Flower, African Spider-Flower, Cat Whiskers, Bastard-Mustard, Spiderwisp
বৈজ্ঞানিক নাম : Cleome gynandra
এমন অপরূপ ফুলের নাম এরকম কাটখোট্টা রকমের হতে পারে ভাবা যায় না। আদি নিবাস দক্ষিণ অ্যামেরিকা। যদিও বাংলার বাগানেতো বটেই বন জঙ্গলেও এ ফুলের দেখা মিলবে। বহু শাখাপ্রশাখায় বিস্তৃত ঝোপ আকৃতির গুল্ম জাতীয় গাছ। গাছ ৬০-৯০ সে.মি উঁচু হয়। কখনো ১২০ সে.মি পর্যন্ত উঁচু হতে পারে। কাণ্ড সবুজ, শক্তপোক্ত, আঠালো এবং সুন্দর গন্ধযুক্ত। কাণ্ডের গায়ে কাঁটা থাকে।
পাতা একান্তর ভাবে সজ্জিত। পাতার বোঁটা লম্বা, ফলক করতলাকারের মতো খণ্ডিত। প্রতি পত্রদন্ডে ৩ - ৭ টি পত্রক আঙুলের মত ছড়ানো থাকে। ২-১০ সেমি লম্বা ও ২-৪ সেমি চওড়া পত্রকগুলি ডিম্বাকার বা উপবৃত্তাকার। পত্র কিনারা খুব সুক্ষ ভাবে করাতের মত দাঁড়া যুক্ত বা ঢেউ খেলানো। পাতা সবুজ, গোলাপী, বেগুনি রঙের হতে পারে। কাণ্ড ও পাতা উভয়ই খাওয়া যায়।
ডালের আগায় লম্বা মঞ্জরিদণ্ডে ফুল ফোটে পর্যায়ক্রমে। একটি পুষ্পদন্ডে অসংখ্য সাদা রঙের ফুল ফোটে। সাদা ছাড়াও ফুলের অনেক রং হতে পারে হালকা বেগুনি, বেগুনি, গোলাপি প্রভৃতি। বোঁটা লম্বা, পাপড়ি খোলা, অসমান। এই ফুলের লম্বা বোটাগুলো দেখতে অনেকটা মাকড়সার পায়ের মত। সেকারনেই হয়ত এ গাছের আরেক নাম স্পাইডার ট্রি। বৃতি ৫-৮ মি.মি। পাপড়ি ৪ টি, পুংকেশর ৬ টি। প্রস্ফুটনকাল দীর্ঘ—শীতের প্রথম ভাগ থেকে বর্ষা-শরৎ পর্যন্ত। বীজ দূরবাহী ও বৈরী পরিবেশে নিজেকে বাঁচিয়ে রাখতে সক্ষম।
ফল লম্বা ৩০-৪৫ মি.মি লম্বা ও ৩ মি.মি প্রশস্ত, রোমশ এবং মাকু আকৃতির। ফলের ভেতর ১.৫ মিমি আকারের কালো বা বাদামি গুগলি বা শামুকের মত দেখতে বীজ থাকে। মূলত বীজের মাধ্যমে বংশ বিস্তার করে। এক অর্থে এ প্রজাতি মরসুমিও বটে। এদের ভালব ও রাইজোম মাটির নিছে রয়ে যায় এবং তা গরমের ঋতুতে পুনরায় গাছে রূপান্তরিত হয়। প্রতি বছরই এমন করে নতুন গাছ গজায়। ফলে এর কন্দজ বিস্তারও সম্ভব।
এ গাছের কচি কাণ্ড খেলে গরমে শীতলতা বোধ হয়, ক্লান্তি দূর করে। এমনকি রক্তচাপ কমে যায় এক তৃতীয়াংশ পর্যন্ত! পাতা খিঁচুনিতে, কানের প্রদাহে, ফোড়া ও পোকামাকড়ের কামড়ের উপশমে ব্যাবহার করা হয়। বীজ গোল কৃমি প্রতিরোধে ভাল ফল দেয়।এই উদ্ভিদ থেকে যে তেল পাওয়া যায় তাতে অ্যান্টি-অক্সিডেন্ট, কীটনাশক এবং অ্যান্টি-মাইক্রোবাইরাল উপাদান আছে। উচ্চমাত্রার সালফার-ডাই-অক্সাইড বা ক্লোরিন এর উপস্থিতিতেও এ গাছ টিকে থাকতে পারে। এছাড়াও এর আছে শক্তিশালী শোষণ ক্ষমতা, তাই এটি পরিবেশকে সৌন্দর্যমণ্ডিত করার পাশাপাশি বায়ুকে পরিশোধন করে বাতাসকে নির্মল করে।
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
Kingdom Plantae
Subkingdom Tracheobionta
Superdivision Spermatophyta
Division Magnoliophyta
Class Magnoliopsida
Subclass Dilleniidae
Order Capparales
Family Capparaceae
Genus Cleome
Species Cleome gynandra
Subkingdom Tracheobionta
Superdivision Spermatophyta
Division Magnoliophyta
Class Magnoliopsida
Subclass Dilleniidae
Order Capparales
Family Capparaceae
Genus Cleome
Species Cleome gynandra
#হুড়হুড়ে, #নুনিরলতা, #Wild_Spider_Flower, #African_Spider_Flower, #Cat_Whiskers, #Bastard_Mustard, #Spiderwisp, #Cleome_gynandra
ফুলের নাম- স্পাইডার ফ্লাওয়ার
বৈজ্ঞানিক নাম- Cleome hassleriana
পরিবার- Cleomaceae
আমাদের দেশি বাগানের বেশ পুরাতন সদস্য স্পাইডার ফ্লাওয়ার। নার্সারিতে প্রায়ই চোখে পড়ে। গাছগুলো লম্বায় প্রায় ৫ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। করতলাকারে সজ্জিত পাতা গাছকে আকর্ষণীয় করে তুলেছে। লম্বা, খাড়া ডালের আগায় ফুল ফোঁটে, একসাথে অনেক, ফুল পর্যায়ক্রমে নিচ থেকে উপর দিকে ফোঁটে; নানা রঙ- বেগুনি, গোলাপি, সাদা। ফুল শেষে বীজধারণকারী ফল। বীজ থেকে নতুন চারা জন্মে।
Comments
Post a Comment