মাধবী
বৈজ্ঞানিক নাম: Hiptage benghalensis
পরিচিতি:
মাধবী বৃক্ষারোহী লতা এবং দীর্ঘজীবী। ফুল গুচ্ছবদ্ধ ও বিন্যাস সুসংবদ্ধ। মুকুলগুলো সূক্ষ্ম রোমে ভরা। ফুল সাদা রঙের, পাঁচটি পাপড়ি এবং তার মধ্যে পঞ্চম পাপড়িটির গোড়ার দিক হলদেটে। ফুল দেখতে তিল ফুলের মতো এবং খুব সুগন্ধি। বসন্ত ও গ্রীষ্ম এই ফুলের ঋতু হলেও কখনো কখনো বর্ষা পর্যন্ত ফোটে। ফুল থেকে ফল হয়, বীজ থাকে ২/৩টি এবং তা রোমশ।
বৈজ্ঞানিক নাম: Hiptage benghalensis
পরিচিতি:
মাধবী বৃক্ষারোহী লতা এবং দীর্ঘজীবী। ফুল গুচ্ছবদ্ধ ও বিন্যাস সুসংবদ্ধ। মুকুলগুলো সূক্ষ্ম রোমে ভরা। ফুল সাদা রঙের, পাঁচটি পাপড়ি এবং তার মধ্যে পঞ্চম পাপড়িটির গোড়ার দিক হলদেটে। ফুল দেখতে তিল ফুলের মতো এবং খুব সুগন্ধি। বসন্ত ও গ্রীষ্ম এই ফুলের ঋতু হলেও কখনো কখনো বর্ষা পর্যন্ত ফোটে। ফুল থেকে ফল হয়, বীজ থাকে ২/৩টি এবং তা রোমশ।
মাধবীলতা
অন্যান্য নাম : মাধবীলতা, মাধবী, মাধবিকা, মণ্ডপ, কামী, পুষ্পেন্দ্র, অভীষ্টগন্ধক, অতিমুক্ত, বিমুক্ত, কামুক, ভ্রমরোৎসব, বসন্তদ্যুতি
ইংরেজি নাম : Clustered hiptage, Helicopter Flower, Hiptage
বৈজ্ঞানিক নাম : Hiptage benghalensis
ইংরেজি নাম : Clustered hiptage, Helicopter Flower, Hiptage
বৈজ্ঞানিক নাম : Hiptage benghalensis
“বসন্তের জয়রবে
দিগন্ত কাঁপিল যবে
মাধবী করিল তার সজ্জা”
দিগন্ত কাঁপিল যবে
মাধবী করিল তার সজ্জা”
কত কত তার নাম। কিন্তু কোনো একটি নামেই যেন তার রূপ-গুণ সম্পূর্ণ প্রকাশ পায় না। সুন্দরীতমা চিরযুবতী মাধবীলতা রূপ-গুণ-সৌরভ অনন্যা। মাধবীলতা একটি দেশি ফুল। আদি নিবাস আমাদের এই ভারত বিশেষ করে এই বাংলা। মজার কথা আদি নিবাস এই বাংলাতে মাধবীলতা যখন আজ প্রায় দুষ্প্রাপ্য তখন অস্ট্রেলিয়া, হাওয়াই, মরিশাসে এটি আগাছা রূপে চিহ্নিত। পাতায় আচ্ছাদিত লতা দেখতে খুবই সুন্দর বলে প্রাচীনকালে এটি দিয়ে মণ্ডপ, কুঞ্জ ইত্যাদি তৈরির প্রচলন ছিল।
মাধবী বৃক্ষারোহী, দীর্ঘজীবী লতা। ছোট ছোট ডালপালা যুক্ত ঝোপালো। প্রায় ১৫-২০ ফুট অনায়াসে বেয়ে উঠতে পারে। মাধবীর পুরনো গুঁড়ি শক্ত ও মোটা। ডগা কেটে রাখলে ঝোপের মতো হয়ে যায় তবে তাতে ফুল কম হয়। লতা যত বিস্তৃত হয়, তাতে ততই নতুন নতুন ডালপালা গজায় এবং বেশি বেশি ফুল ফোটে। গাছের বাকল মেটে রঙের, ভেতরের কাঠ লালচে এবং শক্ত।
এর পাতা বিপরীতমুখী, সাধারণত ৭-১২ সেমি লম্বা এবং ২.৫-৫ সেমি চওড়া, আয়তাকার, বোঁটার দিকে এবং অগ্রভাগ ক্রমে সরু, বল্লমাকার, দেখতে অনেকটা স্বর্ণচাঁপার পাতার মতো।
মাধবীলতা বসন্ত দিনের ফুল হলেও, গ্রীষ্মের শুরুতেও গাছে ফুল ফুটতে দেখা যায়। কখনো বর্ষাকাল পর্যন্ত ফুল থাকে। পাতার কক্ষে এবং শাখার অগ্রভাগে মঞ্জরিতে প্রায় ১০-৩০টি ফুল ফোটে। ফুল উভলিঙ্গ, গুচ্ছবদ্ধ ও বিন্যাস সুসংবদ্ধ। মুকুলগুলো সূক্ষ্ম রোমে ভরা। ফুল সাদা থেকে হালকা গোলাপি রঙের। ফুলে মোট ৫ টি পাঁপড়ি থাকে। পাঁপড়ি গুলি ১.৫-২ সেমি লম্বা ও ১.২-১.৫ সেমি চওড়া। চারটি পাপড়ি এক রকম সমান হলেও পঞ্চম পাপড়িটি একটু ছোট আকৃতির এবং তার গোড়ার দিকে হলুদ রঙা টিপ। ফুল দেখতে তিল ফুলের মতো এবং খুব সুগন্ধি। পাপড়ির কিনারা চিরুনির মতো কাঁটা এবং পুংকেশরগুলোর মধ্যে একটি থাকে দীর্ঘ। পুংকেশর ১০টি, অসমান, সরু, ০.৮-১.৫ সেমি লম্বা। পুংকেশরগুলির একটি সবচেয়ে লম্বা ও বাঁকা।
ফল রোমশ, ৩টি পক্ষযুক্ত। গ্রিক শব্দ হিপটামি থেকে হিপটেজ কথাটি এসেছে, যার অর্থ উড়ন্ত। মাধবীলতার তিন পাখনাওয়ালা ফলের জন্য তার এমন নামকরন। ফলের অমন গড়নের জন্য কেউ কেউ একে হেলিকপ্টার ফুল ও মদনমাস্তা নামেও ডেকে থাকেন। প্রতিটি ফলে ২-৩টি গোলাকার বীজ থাকে। বীজ থেকে সহজেই গাছ জন্মায়। এ ছাড়া শাখা কলম বা দাবা কলমের দ্বারাও এর বংশবিস্তার করা যায়।
মাধবীলতার বহুবিধ ভেষজ গুণও রয়েছে। পাতা চর্মরোগে ব্যবহৃত হয়। পাতার রস খোস-পাঁচড়া ও কুষ্ঠ রোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। পাতা পুরনো বাত ও হাঁপানীর জন্য উপকারি।
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
Kingdom - Plantae
Subkingdom - Tracheobionta
Superdivision - Spermatophyta
Division - Magnoliophyta
Class - Magnoliopsida
Subclass - Rosidae
Order - Polygalales
Family - Malpighiaceae
Genus - Hiptage
Species - Hiptage benghalensis
Subkingdom - Tracheobionta
Superdivision - Spermatophyta
Division - Magnoliophyta
Class - Magnoliopsida
Subclass - Rosidae
Order - Polygalales
Family - Malpighiaceae
Genus - Hiptage
Species - Hiptage benghalensis
#মাধবীলতা, #মাধবী, #Clustered_hiptage, #Helicopter_Flower, #Hiptage, #Hiptage_benghalensis
যাদের সাথে এর নামটি আমরা গোলমাল করে ফেলি সেগুলি হল - মাধবীলতা, মালতীলতা ও মধুমঞ্জরি/মধুমালতী। এরা প্রত্যেকেই আলাদা প্রজাতি — আলাদা গোত্র।
মাধবীলতা (Hiptage benghalensis): Family: Malpighiaceae
মালতিলতা (Aganosma dichotoma), Family: Apocynaceae
মধুমঞ্জরী/মধুমালতী (Quisqualis indica), Family: Combretaceae
যাদের সাথে এর নামটি আমরা গোলমাল করে ফেলি সেগুলি হল - মাধবীলতা, মালতীলতা ও মধুমঞ্জরি/মধুমালতী। এরা প্রত্যেকেই আলাদা প্রজাতি — আলাদা গোত্র।
মাধবীলতা (Hiptage benghalensis): Family: Malpighiaceae
মালতিলতা (Aganosma dichotoma), Family: Apocynaceae
মধুমঞ্জরী/মধুমালতী (Quisqualis indica), Family: Combretaceae
Comments
Post a Comment