কুলেখাড়া/তালমাখনা
বৈজ্ঞানিক নাম: Hygrophila spinosa
পরিচিতি:
বাংলাদেশের উঁচু এলাকার অপেক্ষাকৃত সেঁতসেঁতে নালা-নর্দমার পাড়ে কুলেখাড়া বেশি দেখা যায়। এগুলো এ অঞ্চলের নিজস্ব বুনোফুল। কোথাও কোথাও তালমাখনা নামেও পরিচিত। ফুলের গড়ন অনেকটা রক্তদ্রোণ ও দণ্ডকলসের মতো। সাধারণত লাল ও বেগুনি রঙের ফুল দেখা যায়। কাণ্ড ও পাতা রোমশ। কাণ্ডের নির্দিষ্ট দূরত্বে চারপাশ ঘিরে থাকে অসমান পাতাগুলো, দু-একটি পাতা অপেক্ষাকৃত বড়, গড়নের দিক থেকে লম্বাটে। দেখতে নিরীহ ধরনের হলেও ফুল ও পাতার আড়ালে লুকিয়ে থাকে তীক্ষ কাঁটা। বর্ষজীবী এ ফুল পর্যায়ক্রমে অনেক দিন ফোটে। গড়নের দিক থেকে শিমফুলের মতো। নীলচে বেগুনি রঙের ফুলগুলো তুলনামূলক কম দেখা যায়। বাংলাদেশে এগুলো ক্রমেই বিপন্ন হয়ে উঠছে।
Comments
Post a Comment