
অগ্নিমুখা সিজ
ইংরেজি নাম: Poinsettia
বৈজ্ঞানিক নাম: Euphorbia pulcherrima
পরিচিতি:
অগ্নিমুখা সিজ একটি গুল্ম জাতীয় উদ্ভিদ। এর উচ্চতা ০.৬ - ৪ মিটার (২ ফুট - ১৩ ফুট ১ ইঞ্চি) হয়। এর ঘন সবুজ গোল দন্তুর পাতার দৈর্ঘ্য ৭ - ১৬ সেমি. (২.৮ - ৬.৩ ইঞ্চি)। রঙ্গিন মঞ্জুরীপত্র বেশীরভাগ সময় উজ্জ্বল লাল হয়। তবে ফিকে সবুজ, গোলাপি, ক্রিম, সাদা বর্ণেরও হতে পারে। গুচ্ছাকারে থাকায় এবং রঙ্গিন হওয়ায় এদের ফুল ভেবে ভুল হতে পারে। ফুল অসংখ্য পাতার গুচ্ছের কেন্দ্রে অবস্থান করে। ফুলগুলো পরাগায়নকারী প্রাণীদের আকৃষ্ট করে না। ফুল ক্ষুদ্র হলুদ গঠনি বিশেষ।
ইংরেজি নাম: Poinsettia
বৈজ্ঞানিক নাম: Euphorbia pulcherrima
পরিচিতি:
অগ্নিমুখা সিজ একটি গুল্ম জাতীয় উদ্ভিদ। এর উচ্চতা ০.৬ - ৪ মিটার (২ ফুট - ১৩ ফুট ১ ইঞ্চি) হয়। এর ঘন সবুজ গোল দন্তুর পাতার দৈর্ঘ্য ৭ - ১৬ সেমি. (২.৮ - ৬.৩ ইঞ্চি)। রঙ্গিন মঞ্জুরীপত্র বেশীরভাগ সময় উজ্জ্বল লাল হয়। তবে ফিকে সবুজ, গোলাপি, ক্রিম, সাদা বর্ণেরও হতে পারে। গুচ্ছাকারে থাকায় এবং রঙ্গিন হওয়ায় এদের ফুল ভেবে ভুল হতে পারে। ফুল অসংখ্য পাতার গুচ্ছের কেন্দ্রে অবস্থান করে। ফুলগুলো পরাগায়নকারী প্রাণীদের আকৃষ্ট করে না। ফুল ক্ষুদ্র হলুদ গঠনি বিশেষ।
Comments
Post a Comment