মালতীলতা
বৈজ্ঞানিক নাম: Aganosma dichotoma
পরিচিতি:
মালতী উদ্ভিদ ফুলের জন্য আদৃত। কাষ্ঠলতা, ছড়ান, পত্রনিবিড়, শীতে পাতা ঝরায়। পাতা ভল্লাকার, ১০-১৬ সেমি. লম্বা, চার্ম, বিন্যাস বিপ্রতীপ। ফুল বসন্তের বার্তাবহ। প্রায় নিষ্পত্র ডাল ভরে থোকা থোকা সুগন্ধি সাদাটে প্রায় ৩ সেমি. লম্বা সাদা ফুল ফোটে। পাপড়ি সংখ্যা ৫, ৪টি সমান ও ১টি ছোট। ভারি সুগন্ধি, ভ্রমরাও উতলা হয়। শুকনো ফলগুলো ভারি মজার-তিনটি পাখা মেলে দিব্যি হাওয়ায় ভেসে বেড়ায়।
Comments
Post a Comment