ফণীমনসা
বৈজ্ঞানিক নাম: Opuntia spp.
বৈজ্ঞানিক নাম: Opuntia spp.
Prickly Pear Cactus
ফণীমনসা ক্যাকটাস জাতীয় উদ্ভিদ । ক্যাকটাস অল্প বৃষ্টিপাতযুক্ত শুষ্ক ও বালুকাময় স্থানে জন্মায়। ফণী মনসার কান্ড রসাল, সবুজ এবং চ্যাপ্টা পাতার মতো । এরকম কান্ডকে পর্ণকান্ড বলে । পর্ণকান্ডে অনেক পর্ব এবং পর্বমধ্য থাকে । ফণীমনসার ফুল রাতে ফােটে এবং কয়েকদিন তাজা থাকে। ফুল নিটার নির্ধারিত সময় নেই। গাছ লাগানো ও পরিচর্যার ওপর নিভর করে বছর ব্যাপ্তি ফুল ধরে। ফুল দেখতে লম্বাটে কতকটা কলকীর মতো। ফুলের রং সাদা, হলুদ বা লাল বর্ণের হয়। পাপডি়র গোড়া একটির সঙ্গে আরেকটি যুক্ত, ফুলের গোড়ায় সংলগ্ন। ফুল থকে ফল হয়, ফল শাঁসযুদ্ধ, বীজ অনেক থাকে।
Comments
Post a Comment