হলদে বাসন্তী
বৈজ্ঞানিক নাম: Lindenbergia indica
পরিচিতি:
এ ফুলের গাছ শুধু পুরোনো দেয়ালের ইটের ফাঁকে, ফাটলে জন্মায়। বাতাসের মাধ্যমে বীজ ছড়িয়ে পড়ে। দেয়ালের আলো-ছায়াময় ফাটলে, ফাঁকে আটকে থাকা বীজ থেকে বর্ষাকালে চারা গজায়। তার পরই ধীরে ধীরে বেড়ে ওঠে। তবে ভূমিতে জন্মাতেও পারে যেখানে ইট-পাথর-মাটির মিশেল আছে। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের প্রায় সর্বত্রই হলদে বাসন্তী দেখা যায়। বাংলাদেশ বাদে এ বনফুলের গাছ মিয়ানমার, চীন, ভারত, মালয়েশিয়া ও নেপালে জন্মে।
হলদে বাসন্তী এক বর্ষজীবী, ছোট এবং বীরুৎ জাতীয় গাছ। কাণ্ড রোমশ, ১০-৪০ সেন্টিমিটার লম্বা হয়। পাতা ছোট এবং খাঁজকাটা, ১ থেকে ৩ সেন্টিমিটার লম্বা। প্রতিটি পাতার গোড়া থেকে একটি করে কলিতে নিঃসঙ্গ ফুল ফোটে। ফুলের বৃতি ৬ মিলিমিটার লম্বা, পুংকেশর চারটি। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ফুল ফোটে।
এ গাছের কাণ্ড ও পাতার রস ক্রনিক ব্রংকাইটিস ও চর্মরোগের ওষুধ হিসেবে ব্যবহার করা হয়।
Comments
Post a Comment