![]() |
| পদ্মরাগ! ছবি ইন্টারনেট থেকে সংগৃহীত |
প্রথমেই বলে রাখি, এই ব্লগ এর নামগত তথ্য আমি ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি! আমি বিজ্ঞানের ছাত্র নই! তাই ওসব জানাও আমার কাজ নয়! ঘুরতে ঘুরতে যেটুকু ভালোবাসা জন্মেছে বাংলার প্রতি, তা থেকেই এই ব্লগ এর পোস্ট গুলো!
বাংলার আনাচে কানাচে, কিংবা আমাদের ঘরের বারান্দাতেও অনেক সাজানো গোছানো ফুলের / গাছের সমাহার! নাম জানি কিংবা না জানি, তাদের দেখতে লাগে বেশ! তাই সাজিয়ে রাখি সবসময়! আবার কোথাও অনাদরেও রূপের বর্ষণ করেছে কত নাম না জানা ছোট্ট ফুলেরা! যদি তাদের কিছুও জানতে পারি, তাতে আমার বেশ ভালোই লাগে!!
স্বাগতম পোস্ট এর ছবিটি বাংলার (পচিমবাংলার) জাতীয় ফুল পদ্মের। পদ্ম নিয়ে লেখা অন্য কোনো পোস্ট এ লিখবো!

Comments
Post a Comment