
ভাইটা ‘ঘন্টাকর্ণ’ : CLERODENDRUM INFORTUNATUM.,
ভাইটা,ভাট,ঘেটু|
গুল্ম জাতীয় উদ্ভদি,সাধারণত আমাদের গ্রামাঞ্চলের পতিত জমি রাস্তার ধারে,জঙ্গলে অযন্ত অবহালেতেই এ ফুলের গাছটি অনায়াসেই যন্মে থাকে।এর সংস্কৃত নাম ‘ঘন্টাকর্ণ’ বাংলায় প্রচলিত নাম ভাইটা,ভাট,ঘেটু,ইত্যাদি নামে পরিচিত।
এই জঙ্গলী গুল্ম জাতীয় অবহেলিত গাছটি। গ্রামাঞ্চলের সাধারণ মানুষরা তাদের দৈনদিন জীবনের অনেক আর্য়বেদী ঔষধী কাজে ব্যবহার করে এর পাতা,ফল,ফুল,মূল ইত্যাদি।
This flowers, branches and leaves of our country grow in any jungle,village street side with careless. Botanical name: Clerodendrum infortumatum Linn.,
Family : Verbenaceae.
Chemical composition: 1.Clerodin.2.Sterol.3.Xanthophylls.4.Carotene.5.Leaves.
Bhatphool, ভাটফুল, ? (Clerodendrum infortunatum)
বনজুঁই/ভাট ফুল
বৈজ্ঞানিক নাম : Clerodendrum viscosum
ছোট আকৃতির নরম শাখা প্রশাখা বিশিষ্ট ঝোপ জাতীয় গাছ। সবুজ পাতা। সাদা ফুল। ফুলের মাঝখানে লালচে পুষ্পদন্ডে থোকায় থোকায় অনেক ফুল কলি এক সাথে হয়। বাংলাদেশের সর্বত্রই দেখা যায়। বীজ থেকে গাছ হয়।
গুনাগুন:
চর্মরোগ, ম্যালেরিয়া, পোকামাকড়ের কামড়ে উপকারী।
Comments
Post a Comment