
Aparajita, অপরাজিতা, Pigeon wings (Clitoria ternatea)
অপরাজিতা:
বৈজ্ঞানিক নাম : Clitoria ternatea Linn
অপরিজিতা বহুবর্ষজীবী লতানো উদ্ভিদ।আদিনিবাস মালাক্কা উপসাগরীয় অঞ্চলের টিনাট (Tenatc) দ্বীপে।লম্বায় ১৫-২০ ফুট হয়ে থাকে এই লতানো গাছ।ফুলের রং নীলাভ বেগুনি,গাঢ় নীল,ফিকে নীল,সাদা ইত্যাদি বর্ণের হয়ে থাকে।ফুল আকারে বড়,আকৃতি অনেকটা মটরশুঁটি ও বক ফুলের অনুরূপ।এই ফুলের কোন গন্ধ নাই।গাছের পাতাভর্তি লতার ফাঁকে ফাঁকে নয়নাভিরাম অপরাজিতা ফুল ফুটতে দেখাযায়।তবে অপরাজিতা কখনো গুচ্ছ আকারে আকারে থোকায় থোকায় ফুটে না।
গুনাগুন:
অপরাজিতার ফুল, পাপড়ি, মূল ও গাছের লতায় নানান ঔষধি গুনাগুণ রয়েছে। বয়:সন্ধি কালীন উন্মাদ রোগ, গলগন্ড রোগ,ফুলা রোগ,ঘন ঘন প্রস্রাব, স্বরভঙ্গ, শুষ্ক কাশি, আধকপালে ব্যথা ইত্যাদি রোগে অপরাজিতার ঔষধি গুনাগুণ রয়েছে।
বৈজ্ঞানিক নাম : Clitoria ternatea Linn
অপরিজিতা বহুবর্ষজীবী লতানো উদ্ভিদ।আদিনিবাস মালাক্কা উপসাগরীয় অঞ্চলের টিনাট (Tenatc) দ্বীপে।লম্বায় ১৫-২০ ফুট হয়ে থাকে এই লতানো গাছ।ফুলের রং নীলাভ বেগুনি,গাঢ় নীল,ফিকে নীল,সাদা ইত্যাদি বর্ণের হয়ে থাকে।ফুল আকারে বড়,আকৃতি অনেকটা মটরশুঁটি ও বক ফুলের অনুরূপ।এই ফুলের কোন গন্ধ নাই।গাছের পাতাভর্তি লতার ফাঁকে ফাঁকে নয়নাভিরাম অপরাজিতা ফুল ফুটতে দেখাযায়।তবে অপরাজিতা কখনো গুচ্ছ আকারে আকারে থোকায় থোকায় ফুটে না।
গুনাগুন:
অপরাজিতার ফুল, পাপড়ি, মূল ও গাছের লতায় নানান ঔষধি গুনাগুণ রয়েছে। বয়:সন্ধি কালীন উন্মাদ রোগ, গলগন্ড রোগ,ফুলা রোগ,ঘন ঘন প্রস্রাব, স্বরভঙ্গ, শুষ্ক কাশি, আধকপালে ব্যথা ইত্যাদি রোগে অপরাজিতার ঔষধি গুনাগুণ রয়েছে।
অপরাজিতা
বাংলা নাম : অপরাজিতা, আস্ফোতা, অশ্বখুরী
ইংরেজি নাম : Butterfly-pea, blue-pea, Cordofan-pea, Pigeon-wings
বৈজ্ঞানিক নাম : Clitoria ternatea
ইংরেজি নাম : Butterfly-pea, blue-pea, Cordofan-pea, Pigeon-wings
বৈজ্ঞানিক নাম : Clitoria ternatea
Fabaceae গোত্রের লতানো বহুবর্ষজীবী উদ্ভিদ। এই উদ্ভিদের আদি নিবাস মালয় উপদ্বীপ। পশ্চিমবঙ্গে এই উদ্ভিদ প্রচুর দেখা যায়।
এর পাতার সাথে উপপত্র আছে। কাণ্ডের সাথে পাতাগুলো একান্তর পত্রবিন্যাস-এ সজ্জিত থাকে। পাতাগুলো যৌগিক এবং সচূর পক্ষল। এর পত্রকগুলো ডিম্বাকৃতির এবং লম্বায় ৪ সেন্টিমিটার হয় এবং প্রস্থে ৩ সেন্টিমিটার হয়।
এর ফুল লম্বায় প্রায় ৫-৭ সেন্টিমিটার হয়। এককভাবে ফুল ফোটে। ফুলগুলো একপ্রতিসম, প্রজাপতিসম ও একলিঙ্গিক। ফুলের প্রধান পাপড়ির বাইরের দিকের রঙ নীল এবং মধ্যস্থলে ফিকে সাদা বর্ণের হয়। এই ফুলের পুংকেশর ১০টি থাকে। পরাগধানীর আয়তাকার হয়ে থাকে। স্ত্রীস্তবক ১টি, দিগুচ্ছক। এর গর্ভদণ্ড সরু। অমরাবিন্যাস এক প্রান্তীয়। ফুলগুলো বর্ষাকালে ফোটে। কখনো কখনো সাদা বা বেগুনি বর্ণের ফুলও দেখা যায়।
কোনো কোনো ফুলের ভিতরের দিকটা একেবারেই সাদা হয়। ফুলের দুটি সবুজ ডিম্বাকার উপবৃতি আছে। এর বৃতির সংখ্যা ৫টি।
এর শুঁটি লম্বায় ৮-১০ সেন্টিমিটার হয়। শুঁটির ভিতরে ৬-১০টি কালো রঙের বীজ থাকে। ফল ধরে শীতকালে।
এই উদ্ভিদের প্রায় সকল অংশই ঔষধ হিসাবে ব্যবহার করা হয়। এর বীজ কোষ্ঠবদ্ধতা দূর করে। এর মূল বিষনাশক। চরক সংহিতার মতে, সাপের বিষ নিষ্ক্রিয় করার জন্য নিশিন্দার মূলের সাথে অপরাজিতার মূলের ছাল জলে মিশিয়ে খাওয়াতে হয়। এর মূলের সাথে পানের রসযুক্ত করে নিয়মিত খাওয়ালে উন্মাদ রোগ নিরাময় হয়। এর মূলের রস প্রস্রাব বৃদ্ধি করে।
এর পাতার সাথে উপপত্র আছে। কাণ্ডের সাথে পাতাগুলো একান্তর পত্রবিন্যাস-এ সজ্জিত থাকে। পাতাগুলো যৌগিক এবং সচূর পক্ষল। এর পত্রকগুলো ডিম্বাকৃতির এবং লম্বায় ৪ সেন্টিমিটার হয় এবং প্রস্থে ৩ সেন্টিমিটার হয়।
এর ফুল লম্বায় প্রায় ৫-৭ সেন্টিমিটার হয়। এককভাবে ফুল ফোটে। ফুলগুলো একপ্রতিসম, প্রজাপতিসম ও একলিঙ্গিক। ফুলের প্রধান পাপড়ির বাইরের দিকের রঙ নীল এবং মধ্যস্থলে ফিকে সাদা বর্ণের হয়। এই ফুলের পুংকেশর ১০টি থাকে। পরাগধানীর আয়তাকার হয়ে থাকে। স্ত্রীস্তবক ১টি, দিগুচ্ছক। এর গর্ভদণ্ড সরু। অমরাবিন্যাস এক প্রান্তীয়। ফুলগুলো বর্ষাকালে ফোটে। কখনো কখনো সাদা বা বেগুনি বর্ণের ফুলও দেখা যায়।
কোনো কোনো ফুলের ভিতরের দিকটা একেবারেই সাদা হয়। ফুলের দুটি সবুজ ডিম্বাকার উপবৃতি আছে। এর বৃতির সংখ্যা ৫টি।
এর শুঁটি লম্বায় ৮-১০ সেন্টিমিটার হয়। শুঁটির ভিতরে ৬-১০টি কালো রঙের বীজ থাকে। ফল ধরে শীতকালে।
এই উদ্ভিদের প্রায় সকল অংশই ঔষধ হিসাবে ব্যবহার করা হয়। এর বীজ কোষ্ঠবদ্ধতা দূর করে। এর মূল বিষনাশক। চরক সংহিতার মতে, সাপের বিষ নিষ্ক্রিয় করার জন্য নিশিন্দার মূলের সাথে অপরাজিতার মূলের ছাল জলে মিশিয়ে খাওয়াতে হয়। এর মূলের সাথে পানের রসযুক্ত করে নিয়মিত খাওয়ালে উন্মাদ রোগ নিরাময় হয়। এর মূলের রস প্রস্রাব বৃদ্ধি করে।
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Plantae
বিভাগ: Magnoliophyta
শ্রেণী: Magnoliopsida
বর্গ: Fabales
পরিবার: Fabaceae
উপপরিবার: Faboideae
গোত্র: Cicereae
গণ: Clitoria
প্রজাতি: C. ternatea
জগৎ: Plantae
বিভাগ: Magnoliophyta
শ্রেণী: Magnoliopsida
বর্গ: Fabales
পরিবার: Fabaceae
উপপরিবার: Faboideae
গোত্র: Cicereae
গণ: Clitoria
প্রজাতি: C. ternatea
Comments
Post a Comment