ফুলের নাম- Sweet Clock-Vine, White Lady
বৈজ্ঞানিক নাম- Thunbergia fragrans
আমাদের পরিচিত নীলঘন্টা, নীলবনলতা, বাসরলতা, কালোচোখ সুসানলতার আত্মীয়, একই পরিবার ও গণভুক্ত গাছ। লতানো গাছ, কোনো অবলম্বন ঘিরে বৃদ্ধি পায়। গাছ সাধারণত ২মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। পাতা চওড়া এবং আগার দিকে সরু ৫- ১০ সেমি লম্বা। ফুল সাদা, ব্যাস ২ ইঞ্চি, ঘ্রাণহীন।
বৈজ্ঞানিক নামের শেষাংশ “fragrans” দেখে যে কারো ধারণা জন্মাবে যে এরা সুগন্ধি ফুল, অথচ ফুলে কোনো ঘ্রাণ নেই। স্বভাবত প্রশ্ন আসে, তাহলে এমন নাম দেয়া হলো কেন? এ প্রসঙ্গে Dr. Roxburgh (যিনি এই গাছের বৈজ্ঞানিক নাম দিয়েছেন) তার Plants of the Coast of Coromandel বইয়ে লিখেছেন, "The plant possesses a peculiar and agreeable fragrance, and the beauty of its flowers, although not fragrant, entitle it to a place in the flower-garden” ।
ফুলের ঘ্রাণের জন্য নয় বরং এই গাছে সুন্দর ঘ্রাণ হয়, যা গাছটিকে করেছে অন্যদের থেকে আলাদা বৈশিষ্ট্যের অধিকারী! আদি নিবাস ভারত, শ্রীলংকা; বাগানের সৌন্দর্যবর্ধনের জন্য লাগানো হয়। ডালের কাটিং ও বীজে চাষ।
ছবি- নেট
Comments
Post a Comment