ফুলের নাম- Cat's claw, Cat's claw creeper
বৈজ্ঞানিক নাম- Dolichandra unguis-cati
পরিবার- Bignoniaceae
আদি নিবাস মেক্সিকো, মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকা থেকে আর্জেন্টিনা পর্যন্ত বিস্তৃত। বাগানে সৌন্দর্যবর্ধনকারী গাছ হিসেবে লাগানো হয়। আমাদের দেশি বাগানগুলোতে এখনো ততোটা জনপ্রিয় হয়নি, তাই সচরাচর চোখে পড়ে না।
নতুন গাছ বা ফুলের সাথে পরিচিত হতে এবং Cat's claw-র সবচেয়ে বড় ঝোপ দেখতে চাইলে যেতে পারেন ঢাবির চারুকলা প্রাঙ্গনে। গাছগুলো কাষ্ঠল-লতা জাতীয়। অবলম্বন বেয়ে দ্রুত বেড়ে উঠে। আকর্ষীগুলো অনেকটা বিড়ালের নখের সাথে তুলনা করে ইংরেজি নাম- Cat’s claw রাখা হয়েছে। পাতা যৌগপত্র, সামান্য ডিম্বাকার বা লেন্স-সদৃশ, পাতার আকার বিভিন্ন। হলুদ রঙের ফুল, বেশ আকর্ষণীয়। ফুল শেষে বীজধারী ফল। বীজ বা কাটিং এ চাষ।
Comments
Post a Comment