ফুলের নাম- ক্যালিয়ান্ড্রা, পাউডার পাফ
বৈজ্ঞানিক নাম- Calliandra spp.
পরিবার- Fabaceae
Fabaceae পরিবারের প্রায় ১৪০ প্রজাতির গাছ নিয়ে গঠিত গণের নাম Calliandra। গাছগুলো আমাদের বেশ পরিচিত। বাগানে প্রায়ই ঝোপ করে রাখতে দেখা যায়। ছড়ান পুংকেশরে সাজানো লাল টুকটুকে ফুল, সহজেই মন ভোলায়! গাছগুলোর আদিনিবাস আমেরিকা মহাদেশের উষ্ণমন্ডলীয় অঞ্চল। বাগানের গাছ হিসেবে কয়েকটি প্রজাতি বেশ জনপ্রিয় হওয়ায় ছড়িয়ে গেছে অন্যান্য দেশে-মহাদেশে।
Calliandra haematocaphala: ইংরেজিতে পরিচিত নাম- red powder puff। গাছগুলো গুল্ম বা ছোট বৃক্ষজাতীয়। খুব দ্রুতবর্ধনশীল। লম্বায় বৃদ্ধির সাথে সাথে প্রচুর ডালপালা মেলে দেয়। বাগানে ছেটে ছোট করে রাখা হয়। পাতা যৌগপত্র, ২পক্ষল, প্রত্যেক পক্ষে ৮-১০ জোড়া পত্রিকা। ফুল লাল রঙের, ঘন এবং অসংখ্য পুংকেশর, শরৎ ও শীতে ফুল।
সাদা ফুলেরও একটি ভ্যারাইটি আছে। Calliandra emerginata: ইংরেজি নাম- Dwarf poder puff। এরা মাঝারি আকৃতির গুল্ম। পাতা যৌগপত্র, খুব খাটো, প্রতি পক্ষে ৩ পত্রিকা, নিচের পত্রিকা ছোট, উপরের ২টি বড়, গ্রীষ্ম ও বর্ষায় বেশি ফুল ফোটে। Calliandra brevipes: ১.৫-২ মিটার উঁচু গাছ। পাতা যৌগপত্র, ২-৫সেমি লম্বা, ৮-১০ জোড়া পত্রিকা, খুব ছোট, ৩-৬ মিমি লম্বা। প্রায় সারাবছরই ফুল, তবে শীতে বেশি। ডালের আগায় প্রায় ৫ সেমি চওড়া একটি থোকায় কয়েকটি ফুল, সাদাটে গোলাপী রঙের। Calliandra surinamensis: গুল্মজাতীয়, প্রচুর ডালপালা হয়, প্রায় ৫মিটার লম্বা হতে পারে। পাতা যৌগপত্র, ৬ জোড়া পত্রিকা। ফুল হালকা গোলাপি রঙের, তাই ইংরেজি নাম- পিঙ্ক পাউডার পাফ। প্রত্যেকটি গাছেই ফুলের পর বীজধারণকারী ফল হয়। বীজ ও কলম থেকে নতুন চারা করা যায়। এরা সরাসরি রোদ বা আংশিক ছায়ায় ভালো জন্মে। পানি যেন গাছের গোড়ায় জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এছাড়া, বাড়তি কোনো যত্নের প্রয়োজন হয় না।
তথ্য সহায়ক- ফুলগুলি যেন কথা
ছবি- নেট
Comments
Post a Comment