ফুলের নাম- গ্লিরিসিডিয়া
বৈজ্ঞানিক নাম- Gliricidia sepium
পরিবার- Fabaceae
মধ্য-আমেরিকা ও কলম্বোর প্রজাতি। ১৫-২০ মি উঁচু, ছড়ান গাছ, ডালগুলি মাটির দিকে নোয়ানো, কান্ড ও ডাল সাদা ফোঁটায় ভরা, পত্রমোচী। যৌগপত্র ১-পক্ষল, বিজোড়পক্ষ, ৩০সেমি পর্যন্ত লম্বা, পত্রিকা ৯-১৯টি, ৫-৯ সেমি লম্বা, মসৃণ। বসন্তের শুরুতে নিষ্পত্র গাছ হালকা বেগুনি বা গোলাপী রঙের ফুলের ছোট ছোট থোকায় ভরে উঠে। শিম ফুলের গড়নের ফুল ১.৫-২ সেমি লম্বা, হালকা সুগন্ধি। ফল ১৫*২ সেমি। বীজ প্রায় ১০টি, চ্যাপ্টা, ৮-১২ মিমি চওড়া। বীজে চাষ। লম্বা ডালের কলমও বাঁচে। বাড়ে দ্রুত।
তথ্যসূত্র- ফুলগুলি যেন কথা
Comments
Post a Comment